লাল মাটির জেলা বাঁকুড়ায় দুর্গাপুজো শুরুর ইতিহাস অনেক পুরানো। অসংখ্য প্রাচীন পারিবারিক পুজোর মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্র বাড়ির (Bankura Bhadrabari Durga Puja) পুজো। প্রায় ৩৫০ বছর ধরে দীর্ঘ ধারাবাহিকতা মেনে রামকৃষ্ণ পরমহংসদেব স্মৃতি ধন্য এই পুজো আজও চলে আসছে। ভদ্র বাড়ি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তাঁদের পূর্ব পুরুষদের এককালের মূল ব্যবসা ছিল নুন, তামাক, সরিষার আমদানি-রপ্তানি। আর এই ব্যবসাতেই তাঁরা ফুলে ফেঁপে উঠেছিলেন। আবার এমনও জনশ্রুতি রয়েছে, এই 'ভদ্র'রা মনসামঙ্গল-খ্যাত চাঁদ সওদাগরের (Chand Sadagar) প্রকৃত উত্তরপুরুষ। মনসামঙ্গল (Manasha Mangal) উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তেরো নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেতেন দূর দূরান্তে।