হাওড়ার সাকরাইলের রাজগঞ্জে পাল বাড়ির পুজো (Durga Puja 2021) শতাব্দী প্রাচীন। প্রায় একশ নব্বই বছরের বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। এই বাড়ির প্রাণ পুরুষ রাজারাম পাল। তিনি হাওড়ার আন্দুলের রাজবাড়ীর দেওয়ান ছিলেন। ভালো কাজের জন্য রাজার থেকে ওই এলাকায় জমিদারী পান। এরপর রাজরাম পালের নাতি চুরামনি পাল তৈরি করেন নতুন জমিদার বাড়ি সঙ্গে ঠাকুর দালান। নিজের ছেলে ললিত নারায়ণ পালের নামে তৈরি হওয়া বাড়ির নাম দেন ললিত লজ। সেই সময় থেকেই পাল বাড়িতে শুরু হয় দুর্গা পুজো। পাল বাড়িতে দুর্গা পুজো হয় সম্পুর্ন বৈষ্ণব মতে। জন্মাষ্টমীতে (Janmastami) কাঠামো পুজো হয়। মহালয়া (Mahalaya) থেকে শুরু হয় চন্ডীপাঠ। অষ্টমীতে তৈরি হয় বিশেষ ভোগ। এই বাড়ির একচালার দুর্গা প্রতিমা ঠাকুর দালানে তৈরি হয়।কোনো বলি প্রথা এখানে নেই।