আজ কালীপুজো। বাঙালির বহু অপেক্ষার দীপাবলি। আজতক বাংলার ভার্চুয়াল কালীপুজো পরিক্রমায় দেখে নিন উত্তর কলকাতার নামকরা কিছু মণ্ডপ। সেখানকার প্রতিমা থেকে থিম, কোভিড বিধি, সবই দেখে নিন এক ক্লিকে।