করোনা আবহের মধ্যেই দুর্গাপুজো। বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে করতে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ভিড় জমিয়ে প্রতিমা দর্শনের জো নেই। তাই এবার সংক্রমণের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিয়েছিলাম আমরা, আজতক বাংলা। আর আজ একেবারে শেষ লগ্নে বিজয়াদশমীর পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা হাজির ‘সল্টলেক এস সি ব্লক’ এর পুজো প্যান্ডেলে। এখানেও করোনা বিধিকে মান্যতা দিয়েই চলছে পুজো। আর প্যান্ডেল জুড়ে ফুটে উঠেছে সতর্কতার ছবি। পুরো প্যান্ডেল জুড়ে লাগানো রয়েছে মাস্ক পরিহিত নানান মুখের ছবি। দেখে নিন সেই মণ্ডপসজ্জার কিছু ঝলক।