আজ উল্টোরথ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ফিরবেন পুরীর মন্দিরে। এই অনুষ্ঠানকে বলা হয় বাহুদা। রথে চেপে ফের পুরীর মন্দিরে আসবেন জগন্নাথ দেব। ইতিমধ্যে বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে বাহুদা বা উল্টোরথ ঘিরে। রথে একে একে তোলা হচ্ছে তিন দেবতাকে।