রাম নবমীর শুভ লগ্নে অযোধ্যার রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে পড়ে সূর্যে এক সূক্ষ রেখা। এটি \'সূর্য অভিষেক\' বা \'সূর্য তিলক\' বলে পরিচিত। এই সময়, সূর্যের রশ্মি \'সূর্য তিলক\' হিসাবে রাম লালার কপালে অবস্থান করবে। এটি ধার্মিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।