বছরভর নানা অনুষ্ঠান উদযাপন করেন ভারতবাসীরা। সেরকমই আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা। এবছর রথযাত্রা পড়েছে ১ জুলাই এবং উল্টো রথ ৯ জুলাই। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দির সহ আরও একাধিক স্থানে। জগন্নথধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনি। জানুন, পুরীর রথযাত্রার কিছু অজানা তথ্য।