আগামী ২০ জুন রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি চলছে। মহাধুমধাম করে পালিত হবে ৩৪তম রথযাত্রা। শিলিগুড়ির ইসকন মন্দিরে শুরু হয়েছে তার প্রস্তুতি। রথের পড়েছে রংয়ের পোচ। সেজে উঠেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বাহন। শিলিগুড়ি ইসকনের সভাপতি শ্রী অখিল আত্মপ্রিয় দাস, জানিয়েছেন শিলিগুড়িতে এবার মাসির বাড়ির ঠিকানা বদলে যাচ্ছে জগন্নাথ দেবের। প্রথমবার বিশাল আকারে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে ডাবগ্রাম সূর্যনগর ময়দানে। চলবে ২০ থেকে ২৮ জুন উল্টোরথের দিন পর্যন্ত। মাসির বাড়িতে বিভিন্ন রকমের আধাত্মিক অনুষ্ঠান,হবে। উল্টোরথের দিন মাসির বাড়ি ছেড়ে মূল মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই সাতদিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।