বাংলার বুকে রয়েছে বেশকিছু সতীপীঠ (Sati Peeth)। সেগুলিরই একটি হুগলির খানাকুলের দেবী রত্নাবলীর মন্দির (Ratnavali Sati Peeth)। কথিত আছে, এখানে সতীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ পড়েছিল। সম্প্রতি মন্দিরটি গড়ে তোলা হয়েছে নতুন করে। দেবীর প্রাচীন প্রতিমা নিরঞ্জন করে নতুন পাথরের মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে। দেবীর ভৈরব এখানে ঘণ্টেশ্বর। মা রত্নাবলীর মন্দিরের পাশেই রয়েছে বাবা ঘণ্টেশ্বররের মন্দিরও (Ghanteshwar Mandir Khanakul)। সারাবছরই এখানে কমবেশি দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। তারকেশ্বর-চাপাডাঙ্গা হয়ে খুব সহজেই সড়ক পথে পৌঁছে যাওয়া যায় এখানে। তাই এই শীতকালে চাইলে একদিন ঘুরে আসতে পারেন আপনিও।