পুজোর রাতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে এক অদ্ভুত ও ভীতিকর দৃশ্য ফুটে ওঠে। আদি গঙ্গার তীরে অবস্থিত এই শ্মশানে একদিকে শ্মশানকালীর পুজো, অন্যদিকে পাশেই জ্বলতে থাকা চুল্লিতে শবদাহ— এই দ্বৈত ঘটনাই এখানকার অন্যতম আকর্ষণ। স্থানীয় ডোমরা জানাচ্ছেন, প্রতি বছরই পুজোর রাতে মন্দির সংলগ্ন কাঠের চুল্লিতে একাধিক মৃতদেহ পুড়তে দেখা যায়, যা পুজোর সঙ্গেই চলতে থাকে।