কালো বেড়াল রাস্তা পেরলে, অনেকেই গাড়ি থামিয়ে দেন। কালো বেড়াল নিয়ে নানাবিধ সংস্কার কিন্তু আজকের নয়। সেই মধ্যযুগ থেকেই কালো বেড়ালকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়। তবে যুক্তিবাদীদের বক্তব্য, কুসংস্কার নয়।