বিশ্বের শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের মধ্যে থাকা ভারতীয় দুই শিল্পপতির সম্পদের ব্যবধান ক্রমশ বাড়ছে। একদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ধীরে ধীরে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হওয়ার দিকে এগোচ্ছেন। অন্যদিকে লোকসান হওয়া সত্ত্বেও তালিকায় রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আদানি এবং আম্বানির সম্পত্তিতে ৪৫ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে।
বেজোসের থেকে পিছিয়ে গৌতম আদানি
আয়ের দিক থেকে এই বছর বিশ্বের অন্যান্য বিলিয়নেয়ারদের থেকে এগিয়ে রয়েছেন গৌতম আদানি। তার উপার্জনের ধারাও অব্যাহত রয়েছে। ফোর্বসের রিয়েল টাইম তালিকা অনুযায়ী, আদানির মোট সম্পদ ১৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যার জেরে তিনি শীর্ষ দশ কোটিপতির তালিকায় চার নম্বরে রয়েছেন। বর্তমানে ওই তালিকায় তৃতীয় স্থনে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। তাঁর বর্তমানে সম্পদের পরিমান ১৬২.৭ বিলিয়ন।
মুকেশ আম্বানির থেকে এত সম্পদ বেশি
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি এবং দ্বিতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মধ্যে বর্তমানে সম্পদের ব্যবধান ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি। মুকেশ আম্বানির মোট সম্পদ ১০০ বিলিয়ন ডালের নিচে। গত ট্রেডিং সপ্তাহে আম্বানির রিলায়েন্স ১২,৮৮৩.৭ কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে। মার্কেট ক্যাপ (RIL MCap) ১৭,৬৪,১৪৪.৭৭ কোটি টাকায় নেমে এসেছে।
বেজোস এবং আর্নল্টের মধ্যে কমলো ব্যবধান
একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস অনেকদিন ধরেই ইলন মাস্ককে পিছনে রয়েছেন। এখন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্টের থেকেও পিছিয়ে রয়েছেন তিনি। তবে দুজনের মধ্যে সম্পদের ব্যবধান কমছে। হয়ত খুব শীঘ্রই আর্নল্টকে ছাড়িয়ে যেতে পারেন বেজোস। বর্তমানে, বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমান ১৬৯.৭ বিলিয়ন। আর জেফ বেজোসের মোট সম্পদ ১৬২.৭ বিলিয়ন। অর্থাৎ, উভয়ের মধ্যে মাত্র ৭ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে।
আরও পড়ুন - ওষুধ লাগবে না, বাড়িতেই নিয়ন্ত্রিত হবে কোলেস্টেরল, মানুন এই ৪ নিয়ম
সবার ওপরে ইলন মাস্ক
টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে রয়েই গিয়েছেন। তাঁর মোট সম্পদের মূল্য (Elon Musk Net Worth) ২৬৩.৪ বিলিয়ন। অর্থাৎ মাস্কের সম্পদ জেফ বেজোসের চেয়ে প্রায় ১০০ বিলিয়ন ডলার বেশি। এছড়া বিল গেটসের সম্পদের পরিমান ১১৩.৪ বিলিয়ন ডলার। তিনি রয়েছেন পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছেন ল্যারি এলিসন, তাঁর মোট সম্পদ ১০৮.৫ বিলিয়ন ডলার। আর ১০৩.৪ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে সপ্তম স্থান রয়েছেন ওয়ারেন বাফেট।
শীর্ষ দশ ধনকুবেরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ল্যারি পেজের নাম। তাঁর মোট সম্পদ ১০০.১ বিলিয়ন ডলার। তালিকার নবম স্থানে রয়েছেন সের্গেই ব্রিন। ব্রিনের মোট সম্পদ ৯৭ বিলিয়ন ডলার। এছাড়া বিলিয়নেয়ারদের তালিকায় ১৬তম স্থানে উঠে এসেছেন ফেসবুকের মার্ক জুকারবার্গ। তার মোট সম্পদের পরিমাণ ৬০.৪ বিলিয়ন ডলার।