Advertisement

অর্থনীতি

FIXED DEPOSIT: স্থায়ী আমানতে সুদের পরিমাণ বাড়াল HDFC Bank! জানুন নতুন হার

Aajtak Bangla
  • 03 Dec 2021,
  • Updated 2:08 PM IST
  • 1/8

আপনি যদি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করার পরিকল্পনা করে থাকেন, তাহলে বেসরকারি খাতের HDFC ব্যাঙ্ক এফডি সুদের হার বাড়িয়েছে অর্থাৎ এখন আপনি আগের তুলনায় পাচ্ছেন।

  • 2/8

HDFC ব্যাঙ্কে আপনি স্থায়ী আমানতের উপর উচ্চ হারে সুদের সুবিধা পাবেন। স্থায়ী আমানতের নতুন সুদের হার ১ ডিসেম্বর ২০২১ থেকে কার্যকর হয়েছে। স্থায়ী আমানতে (FIXED DEPOSIT) সর্বশেষ সুদের হার দেখে নিন...

  • 3/8

ব্যাঙ্ক গ্রাহকরা এখন স্থায়ী আমানতের উপর ২.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন৷ একই সঙ্গে প্রবীণ নাগরিকরা ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন।

  • 4/8

ব্যাঙ্ক থেকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত গ্রাহকদের ব্যাঙ্ক স্থায়ী আমানতে (FIXED DEPOSIT) সুবিধা দেওয়া হয়। চলুন দেখে নেওয়া যাক এখন কত হারে সুদ পাবেন...

  • 5/8

৭ দিন থেকে ২৯ দিন পর্যন্ত স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ২.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে। ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত এফডি-তে ৩ শতাংশ সুদ মিলবে।

  • 6/8

৯১ দিন থেকে ৬ মাস পর্যন্ত স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৩.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ৪.৪ শতাংশ সুদ পাবেন ৬ মাস এক দিন থেকে এক বছরের কম সময়ের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ।

  • 7/8

১ বছরের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৪.৯ শতাংশ সুদ পাওয়া যাবে। ১ বছরের এক দিন বা তার বেশি এবং ২ বছর পর্যন্ত এফডি-তে ৫ শতাংশ সুদ মিলবে। ২ বছরের একদিন বা তার বেশি এবং ৩ বছরের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৫.১৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

  • 8/8

৩ বছরের একদিন বা তার বেশি এবং ৫ বছরের স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৫.৩৫ শতাংশ সুদ মিলবে। ৫ বছর ১ দিন বা তার বেশি সময় থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে (FIXED DEPOSIT)-এ ৫.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।

Advertisement
Advertisement