Advertisement

অর্থনীতি

ভারতীয় অর্থনীতির 'আচ্ছে দিন' শীঘ্রই আসছে, বলছে রিপোর্ট

Aajtak Bangla
  • 10 Jun 2021,
  • Updated 8:51 PM IST
  • 1/7

করোনার কারণে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। গত এপ্রিল ও মে মাসে অর্থনীতি নিয়ে যে পরিসংখ্যান সামনে এসেছে, তা মোটেও আশার নয়। কিন্তু, দেশজুড়ে আনলক শুরু হয়েছে। এর ফলে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হতে শুরু করেছে। আবার কাজ ফিরে পাচ্ছেন সাধারণ মানুষও। এতে আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা। 

  • 2/7

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন, কারফিউ শুরু হয়। ফলে বিপদে পড়ে সাধারণ মানুষ। অনেকে কাজ হারান। 

  • 3/7

NIBRI- মতো সংস্থার ইনডেক্স পৌঁছে যায় ৬৯.৭ পয়েন্টে। যেখানে গত সপ্তাহেই এই ,ইনডেক্স ছিল ৬২.৯। এই থেকেই অনুমান করা যায়, দেশের অর্থনীতি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

  • 4/7

যদিও একথাও ঠিক যে, ভ্যাকসিনেশনের হার ও আনলক পর্যায়ের মাধ্যমেই দেশের অর্থনীতির গতিপ্রকৃতি ঠিক হবে। 
 

  • 5/7

তবে দেশের অর্থনীতি যে দ্রুত ঘুরে দাঁড়াতে চলেছে, তার ইঙ্গিতও পাওয়া গিয়েছে বিভিন্ন সমীক্ষায়। সমীক্ষক সংস্থারা মনে করছে, দ্রুত দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির পথে এগোবে। 

  • 6/7

দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে বি সুব্রমণিয়ামও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশা প্রকাশ করেছেন। 

  • 7/7

নোমুরা ইন্ডিয়ার মতে, রাজ্যে লকডাউন-বিধিনিষেধ কত তাড়াতাড়ি শিথিল হয় এবং গণটিকাকরণে কেমন গতি আসে তার উপর নির্ভর করবে অর্থনীতি কত দ্রুত ছন্দে ফিরবে। 
 

Advertisement
Advertisement