Advertisement

অর্থনীতি

Silver Price Record High: রুপোর দাম সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়, ছাড়াল অশোধিত তেলের দামকেও, 'নতুন যুগের সূচনা,' বলছেন বিশেষজ্ঞরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Dec 2025,
  • Updated 5:07 PM IST
  • 1/9

নয়া ভবিষ্যত্‍ তৈরি করছে রুপো। ধাতুতে বা ধাতুর বাজারে বিনিয়োগে এখনও পর্যন্ত আধিপত্য সোনার ছিল। কিন্তু যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে সোনার আধিপত্যকে ছাপিয়ে যাচ্ছে রুপো। 
 

  • 2/9

বাজার বিশেষজ্ঞরা রীতিমতো বলেই দিচ্ছেন, রুপো নতুন যুগের সূচনা করতে চলেছে শীঘ্রই। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম সর্বকালের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলল। 
 

  • 3/9

এই প্রথমবার রুপোর দাম ছাড়িয়ে গেল অশোধিত তেলের দামকে। গত ৪০ বছরে এহেন ঘটনা ঘটেনি। বিশ্ববাজারে রুপোর আজ অর্থাত্‍ বুধবার ৬৬ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৯৬৪ টাকা) পার করে গেল। 
 

  • 4/9

চয়েজ ব্রোকিং সংস্থার কমোডিটি অ্যান্ড কারেন্সি অ্যানালিস্ট আমির মাকড়ার কথায়, 'রুপোর বাজারে এই ঘটনা নয়া যুগের সূচনা।'
 

  • 5/9

তাঁর কথায়, 'বিশ্ববাজারে রুপোর দাম অশোধিত তেলের দামের চেয়ে বেড়ে যাওয়ার ঘটনা মার্কেটকে বড় বার্তা দিল। সেই বার্তাটি হল, ভবিষ্যৎ তাদেরই, যারা বাস্তব ও অপরিহার্য এবং বিরল। আমেরিকার সাম্প্রতিক কর্মসংস্থানের পরিসংখ্যান বলছে, সেখানে বেকারত্বের হার বেড়ে ৪.৬ শতাংশে পৌঁছেছে। এর জেরে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে। সুদের হার কমলে সুদবিহীন সম্পদ, যেমন রুপো, বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।'

  • 6/9

MCX-এ রুপোর দাম গত মার্চে ৪ শতাংশ বেড়ে ২ লক্ষ ৫ হাজার ৪১০ টাকা প্রতি কেজি হয়েছিল। আজ প্রতি কেজি রুপো ২ লক্ষ ৬ হাজার ১১১ টাকা হল, নয়া রেকর্ড গড়ল।  
 

  • 7/9

জিওজিত ইনভেস্টমেন্টস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমারের মতে, রুপোর দামের এই সোনালি যুগ শুধু মাত্র শিল্প কারখানার উপর নির্ভর করে আসেনি। বরং ইলেক্ট্রিক ভেহিকল (EV), সোলার এনার্জি, মোবাইল ফোন ইত্যাতি রুপোর ব্যবহার বৃদ্ধি একটি বড় কারণ।  

  • 8/9

এই সব শিল্পক্ষেত্রের ভাল বৃদ্ধির প্রভাব পড়ছে রুপোর দামেও। মানুষ রুপোয় বিনিয়োগ বাড়াচ্ছেন। কারণ রুপোর চাহিদা প্রতিদিন নতুন করে বাড়ছে। 
 

  • 9/9

বিশ্ববাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল যেখানে ৫৬ মার্কিন ডলার, সেখানে রুপো ৬৬ মার্কিন ডলার। যার নির্যাস, শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু রুপোর চাহিদা। 

Advertisement
Advertisement