Advertisement

অর্থনীতি

IPPB Life Certificate Service: মাত্র ৭০ টাকায় বাড়িতে বসেই মিলবে Life Certificate! পরিষেবা দিচ্ছে IPPB

Aajtak Bangla
  • 09 Nov 2021,
  • Updated 8:56 AM IST
  • 1/7

আপনি কি অবসরপ্রাপ্ত পেনশন-ভোগী? তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। কারণ, একটি জরুরি কাজ সেরে না রাখলে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন!

  • 2/7

এই বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে EPFO-র তরফে। তবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এখন আর অবসরপ্রাপ্ত পেনশন-ভোগীদের কোথাও লাইনে দাঁড়াতে হয় না। বাড়িতে গিয়েই লাইফ সার্টিফিকেট তৈরি করে জমা নেওয়ার ব্যবস্থা করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)।

  • 3/7

তবে এই ব্যবস্থা পোস্ট অফিসে যাঁদের অ্যাকাউন্ট আছে, এতদিন শুধু তাঁদের জন্যই ছিল। এবার সেই কাজের পরিসর বাড়াল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)।

  • 4/7

এখন বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন অবসরপ্রাপ্ত রাজ্য ও  কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) আওতায় থাকা সমস্ত কর্মচারী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরাও।

  • 5/7

বয়সজনিত কারণে যাঁরা বাড়ি থেকে বেরতে পারেন না, তাঁদের বাড়িতে এসে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার ব্যবস্থা করবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। তার জন্য IPPB-কে আলাদা করে কোনও নথি দিতে হবে না।

  • 6/7

ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও এই পরিষেবা দেবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। তার জন্য জিএসটি সহ খরচ হবে মাত্র ৭০ টাকা। পেনশনভোগীদের সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অন্য যে কোনও ব্যাঙ্কে থাকলেও এই পরিষেবার সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। পেনশনভোগীদের প্রয়োজনীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করে রাখছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।

  • 7/7

তবে এই পরিষেবা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী ডাকঘরে যোগাযোগ করতে হবে। ডাকঘরে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করার কথা বলে আসতে পারেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। আবার সরাসরি অ্যাপের মাধ্যমেও ডাক কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

Advertisement
Advertisement