Advertisement

Dearness Allowance : মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষকদের, 'ডিএ দেওয়া হবে', এল উত্তরও

'ডিএ-র প্রয়োজনিয়তা রয়েছে সরকারি কর্মী বা শিক্ষকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ডিএ দেবেনও। তিনি ডিএ দেওয়ারই পক্ষে। দিচ্ছেনও।'

Dearness Allowance
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2023,
  • अपडेटेड 6:46 PM IST
  • মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষকদের
  • 'ডিএ দেওয়া হবে', এল উত্তরও

কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। সেখানে রাজ্যের সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীরা পাচ্ছেন ৬ শতাংশ। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ নিয়ে বৈঠকের আবেদন জানাল শিক্ষক সংগঠন। আর সেই চিঠি দেওয়ার পরই এল প্রতিক্রিয়াও। জানিয়ে দেওয়া হল, রাজ্য সরকার ডিএ দেবে।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benerjee) চিঠি দেয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাঁদের তরফে সেই চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেখানে ,রাজ্যের কর্মী ও শিক্ষক-অশিক্ষক কর্মীরা পাচ্ছেন মাত্র ৬ শতাংশ। দেশের আরও কোনও রাজ্যে এতটা বঞ্চিত হয় না সরকারি কর্মীরা, যতটা এই রাজ্যে হয়। তাই সরকারের কাছে আলোচনায় বসার আবেদন জানানো হয় ওই শিক্ষক সংগঠনের তরফে। 

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, 'এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ডিএ নিয়ে আলোচনা করেছেন। আমরাও চাই মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুন। সেখানে উনিই ঠিক করুন কারা বৈঠকে যাবেন আর কারা যাবেন না। কেন্দ্রীয় সরকার ফের জানুয়ারি মাসের দিকে ডিএ বাড়াতে পারে। তাঁদের ডিএ ৫০ শতাংশ হয়ে গেলে তা বেসিকের সঙ্গে যুক্ত হবে। ফলে আগামী বছর যখন ডিএ ঘোষণা করবে কেন্দ্র তখন বিপুল হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আমরা মাত্র ৬ শতাংশ ডিএ পাচ্ছি। ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ডিএ পাচ্ছি তাতে আমরা বিপদে পড়ে গেছি। আমরা চাইব মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। আমাদের জন্য ডিএ ঘোষণা করুন।' 

সরকারি কর্মচারীদের যে ডিএ প্রয়োজন তা স্বীকার করে নিয়েছে সরকারি কর্মচারী ফেডারেশন। তৃণমূল প্রভাবিত ওই সংগঠনের নেতা প্রতাপ নায়েক বলেন, 'ডিএ-র প্রয়োজনিয়তা রয়েছে সরকারি কর্মী বা শিক্ষকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ডিএ দেবেনও। তিনি কোনওদিন বলেননি যে ডিএ দেবেন না। তবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টাও মাথায় রাখতে হবে।' 

Advertisement

প্রতাপ নায়েক আরও বলেন, 'মুখ্যমন্ত্রী এর আগেও সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছেন। তাঁদের কথা শুনেছেন। ভবিষ্যতেও শুনবেন। আমাদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। সেই দিন এখনও স্থির হয়নি। তবে আমরাও মুখ্যমন্ত্রীর কাছে সরকারি কর্মীদের বিষয়গুলো তুলে ধরব। এই সরকার এমনিতেই কর্মীদের উপর দরদী। আমরা আশাবাদী ডিএ নিয়েও ঘোষণা হবে। তবে কেন্দ্রীয় বঞ্চনাটাও মাথায় রাখতে হবে সরকারি কর্মীদের।' 

প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ডিএ-র দাবিতে। নবান্ন ঘেরাও করা হবে বলে ঘোষণা করা হয়েছে তাদের তরফে। প্রয়োজনে লাগাতার বনধের পথেও হাঁটবে তারা। তবে সংগ্রামী যৌথ মঞ্চকে গুরুত্ব দিতে নারাজ প্রতাপ নায়েক। তিনি বলেন, 'সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ঝাঁঝ আর নেই। তাদের উচিত কেন্দ্রের কাছে গিয়ে দরবার করা এবং সংগ্রামী যৌথ মঞ্চ যত বেশি আন্দোলন করবে, সরকারি কর্মীরা তত বেশি তাঁদের বিরুদ্ধে যাবে। এটাও তাণদের বোঝা উচিত।'  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement