Advertisement

ছিলেন 'কোটিপতি', Cryptocurrency-তে এক মুহূর্তে 'দেউলিয়া' হলেন এই ব্যক্তি

রেডিট ইউজার TomokoSlankard এই ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ায় প্রায় ২ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) খুইয়েছেন তিনি। তাঁর দাবি, যেখানে পাসওয়ার্ড সেভ করা ছিল সেখানে ঢুকে গিয়েছিল হ্যাকাররা। তিনি বিটকয়েনগুলিকে দীর্ঘসময় সুরক্ষিত রাখতে ইনক্রিপটেড হার্ড ড্রাইভে রেখেছিলেন। কিন্তু পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ায় তিনি তাঁর বিটকয়েন অর্থ আর ফেরত পাবেন না। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Nov 2021,
  • अपडेटेड 12:38 PM IST
  • চুরি গেল পাসওয়ার্ড

পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ায় প্রায় ১৫ কোটি টাকার মতো ক্রিপ্টোকারেন্সি খুইয়ে ফেলেছেন বলে জানালেন এক বিটকয়েন (Bitcoin) ট্রেডার। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান তিনি। একইসঙ্গে তিনি আরও বলেন, যদি পাসওয়ার্ড চুরি না হত তাহলে এখন তিনি কোটিপতি হয়ে যেতেন। 

রেডিট ইউজার TomokoSlankard এই ঘটনাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ায় প্রায় ২ মিলিয়ন ডলার ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) খুইয়েছেন তিনি। তাঁর দাবি, যেখানে পাসওয়ার্ড সেভ করা ছিল সেখানে ঢুকে গিয়েছিল হ্যাকাররা। তিনি বিটকয়েনগুলিকে দীর্ঘসময় সুরক্ষিত রাখতে ইনক্রিপটেড হার্ড ড্রাইভে রেখেছিলেন। কিন্তু পাসওয়ার্ড চুরি হয়ে যাওয়ায় তিনি তাঁর বিটকয়েন অর্থ আর ফেরত পাবেন না। 

ওই বিটকয়েন ট্রেডার জানাচ্ছেন, প্রথমে ২০ হাজার ডলার বিনিয়োগ করেছিলেন তিনি। যদি পাসওয়ার্ড চুরি না হত তাহলে এখন তিন কোটিপতি হসেবে জীবন কাটাতে পারতেন।  TomokoSlankard-র এই পোস্টে আরও অনেকে একই ধরনের কাহিনি শেয়ার করেছেন। একজন জানিয়েছেন ব্যাকআপ সার্ভার হ্যাক করে পাসওয়ার্ড চুরি করা হয়েছিল। 

প্রসঙ্গত, অনেকে এই ডিজিটাল কারেন্সিকে সমর্থন করেন। অনেকে আবার এটির বিরোধিতাও করেন। কারণ ছোটখাট ভুলের জন্য এখানে মানুষের বড় অর্থ খুইয়ে ফেলার আশঙ্কা রয়েছে।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement