ডিএ (Dearness Allowance) নিয়ে বড় আপডেট। সরকারি কর্মীদের জন্য ফের বড় খবর। সূত্রের খবর, ডিএ বৃদ্ধির (DA Hike) বিষয়টি নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিভিন্ন প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
সূত্রের খবর আজ বুধবার বা চলতি সপ্তাহের মধ্য়েই মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ঘোষণা করা হবে। সরকারের তরফে এখনও এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হবে না বলেই খবর। সরকারিভাবেই বিজ্ঞপ্তি জারি করা হবে।
সূত্রের খবর, AICPI সূচকের ভিত্তিতে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত সরকার ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। আর ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পান সরকারি কর্মীরা। অর্থাৎ এবার থেকে তাঁরা ৪২ শতাংশ ডিএ পেতে চলেছেন।
মহার্ঘ ভাতা AICPI-IW এর ভিত্তিতে গণনা করা হয়। সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। এটি জানুয়ারি ও জুলাই মাসে করা হয়। এবার জানুয়ারিতে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চে। একইভাবে জুলাই মাসের সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর-অক্টোবরে।
হোলির আগে ঘোষণা হতে পারে
এর আগেই জানা গেছিল, বুধবার মহার্ঘ ভাতার পরিসংখ্যান পর্যালোচনা করতে পারে মোদী মন্ত্রিসভা। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন এখনও ঘোষণা করা হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী, ডিএ বাড়িয়ে ৪২% করার জন্য একটি চুক্তি করতে হবে। সূত্রের দাবি, হোলির আগে তা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
আরও পড়ুন : ডিএ বৃদ্ধি, মার্চ থেকে রাজ্যের কোন শ্রেণির কর্মীরা কত বেতন পাবেন ?
হোলির পরে, অর্থ মন্ত্রক তার বিজ্ঞপ্তি জারি করবে। মার্চ মাসের বেতনের পাশাপাশি দিতে হবে বর্ধিত মহার্ঘ ভাতা। কর্মচারীরাও দুই মাসের বকেয়া পাবেন।
এবার দেখা যাক কত টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা? ১৮ হাজার টাকার মূল বেতনে প্রতি মাসে ৭২০ টাকা বাড়বে। অর্থাৎ, তারা দুই মাসের জন্য বকেয়া হিসেবে ১৪৪০ টাকা পাবেন। লক্ষাধিক পেনশনভোগীকেও হোলির উপহার দেওয়া হয়েছে। সরকার ডিয়ারনেস রিলিফও ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।