ডিএ (Dearness Allowance) কার্যকর হবে ১ জানুয়ারি। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকদিন। তারপর থেকেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ঘোষণা করেন।
এবার দেখে নেওয়া যাক কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন। অর্থাৎ ডিএ বৃদ্ধির ফলে তাঁদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে (Dearness Allowance)। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীরা বেসিক পে-র উপর ডিএ পেয়ে থাকেন। এর আগে তাঁরা ৬ শতাংশ হারে পেতেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে তা বেড়ে হয়েছে ১০ শতাংশ। অর্থাৎ আগে যে পরিমাণ টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকত তার থেকে ৪ শতাংশ টাকা বেশি ঢুকবে। তবে সেটা শুধুমাত্র বেসিক পে-র উপরে।
বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম ১৭ হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এই আবহে ১০ শতাংশ ডিএ সেই বেসিক পে-এর ওপর ধার্য করা হবে। অর্থাৎ বেসিক পে ও ডিএ বাবাদ তিনি পাবেন ১৮ হাজার ৭০০ টাকা। এছাড়াও অন্য সব অ্যালাউন্স যুক্ত হয় বেতনের সঙ্গে। সরকারি কর্মীদের প্রতি বছর ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট হয়ে থাকে। সেই অনুযায়ী, একজন সরকারি কর্মী যতদিন চাকরি করছেন সেই বছর গুণিতক ৩ শতাংশ টাকাও ঢুকবে অ্য়াকাউন্টে।
লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে ২৩ হাজার টাকার কাছাকাছি। এই আবহে তাঁদের ক্ষেত্রে মাস গেলে ২৩০০ টাকা পর্যন্ত ডিএ বাবদ ঢুকতে পারে। সঙ্গে রয়েছে অন্য অ্য়ালাউন্স এবং ইনক্রিমেন্টের টাকা।
এদিকে বিডিও-দের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ৫৬ হাজার টাকা থেকে। তাহলে তাঁরা এই বেসিক পে-র উপর ১০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। সঙ্গে রয়েছে অন্য অ্য়ালাউন্স এবং ইনক্রিমেন্টের টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বর্ধিত হারে ডিএ ১৪ লাখ সরকারি কর্মী ও পেনশনার পাবেন। সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা। এর আগে তাঁদের সরকার ১২৫ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। আর নতুন ঘোষণার পর থেকে ডিএ বেড়ে হল ১৩৫ শতাংশ। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কেন্দ্রের ডিএ নীতি ও রাজ্যের নীতি আলাদা। তাই কেন্দ্রের সঙ্গে ডিএ-র তুলনা করলে চলবে না। ডিএ দেবে কি দেবে না তা রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়। তা কখনও বাধ্যতামূলক নয়।