রাজ্যের ডিএ (West Bengal Dearness Allowance) মামলার নতুন আপডেট। মহামান্য সুপ্রিম কোর্টে ফাইল করা এসএলপির (Special Leave Petition) যাবতীয় ত্রুটি সংশোধন করেছে রাজ্য সরকার। সেই মামলা সোমবার অর্থাৎ ২৮ নভেম্বর উঠতে পারে মহামান্য সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার এসএলপি ফাইল করার পর থেকে কবে এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে তা দেখার অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে এই খবরে তাঁরা খুশি।
এদিন মহামান্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার দিন ধার্য করার জন্য আবেদন করা হয়। মহামান্য প্রধান বিচারপতি আগামিকাল বৃহস্পতিবার মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দেন।
এই বিষয়ে সরকারি কর্মচারি পরিষদের আইনজীবী উদ্য়াম মুখোপাধ্যায় জানান, 'এই মামলা তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি। সেই কাজ সম্পন্ন হলেই কোন বেঞ্চে এই মামলা উঠবে তাও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। তবে সোমবার এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করছি।'
এই বিষয়ে ইউনিটি ফোরামের তরফে দেবপ্রসাদ হালদার বলেন, 'আমাদের আইনজীবী জানিয়েছেন, সোমবার এই মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। আমরা তৈরি। এর আগে মহামান্য হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। তারপর রাজ্য সরকারের দায়ের করা পুনর্বিবেচনার আর্জিও মহামান্য হাইকোর্টে খারিজ করে দিয়েছে। অর্থাৎ ২২.৯.২০২২ তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের লাভ হবে না বলেই আমাদের বিশ্বাস।'
সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, 'আমরা হাল ছাড়ছি না। আগেও যেভাবে লড়াই করে গেছি, সেভাবেই লড়াই জারি থাকবে। মহামান্য হাইকোর্টে রাজ্য সরকারের মুখ পুড়েছে। সুপ্রিম কোর্টেও আমরা লড়ে যাব। সরকারি কর্মীরা আমাদের পাশে আছে।'
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন,'সুপ্রিম কোর্টে মামলা যাওয়াতে আমরা খুশি। এই মামলা শুধু আমাদের সংগঠনের নয়। সমগ্র সরকারি কর্মচারি সমাজের। তাই মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা।'