Advertisement

EPFO Calculation : প্রতি মাসে মাত্র এত জমা দিন...তাহলেই PF অ্যাকাউন্টে জমবে ৩ থেকে ৫ কোটি টাকা, রইল ক্যালকুলেশন

কেন্দ্রীয় সরকার বার্ষিক ভিত্তিতে কর্মচারী ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে কত শতাংশ সুদ দেবে তার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সরকার PF অ্যাকাউন্টের অধীনে ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে।

EPFO
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 15 Sep 2024,
  • अपडेटेड 11:52 AM IST
  • EPFO-এর মাধ্যমে বেসরকারি কর্মীরা অবসরকালীন টাকা জমা করতে পারেন
  • পেনশন স্কিমের সুবিধাও দেয় EPFO
  • এই অ্যাকাউন্টে একজন কর্মচারী যে পরিমান অর্থ দিয়ে থাকেন, অর্গানাইজেশনও সমান টাকা প্রদান করে থাকে

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর মাধ্যমে বেসরকারি কর্মীরা অবসরকালীন টাকা জমা করতে পারেন। পেনশন স্কিমের সুবিধাও দেয় EPFO (EPFO পেনশন স্কিম)। এই অ্যাকাউন্টে একজন কর্মচারী যে পরিমান অর্থ দিয়ে থাকেন, অর্গানাইজেশনও সমান টাকা প্রদান করে থাকে। সরকার এর জন্য বার্ষিক সুদ দেয়। ফলে অবসর গ্রহণ পর্যন্ত কর্মচারীদের কাছে বিপুল পরিমাণ অর্থ জমা হয়। এখন আপনি যদি ইপিএফও-এর অধীনে কোটি বা তার বেশি টাকা জমা করতে চান, তাহলে কত টাকা জমা করতে হবে? জেনে নেওয়া যাক। 

সরকার কত সুদ দেয়? 

কেন্দ্রীয় সরকার বার্ষিক ভিত্তিতে কর্মচারী ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্টে কত শতাংশ সুদ দেবে তার সিদ্ধান্ত নেয়। বর্তমানে সরকার PF অ্যাকাউন্টের অধীনে ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এই সুদ প্রতি বছর কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হয়। পিএফ-এ আমানতের সুদের উপর কোনও কর নেই। জরুরি অবস্থায় টাকা তুলে নেওয়া যেতে পারে। যেমন- শিক্ষা, বিয়ে, বাড়ি নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে। 

৩ থেকে ৫ কোটি টাকা পাওয়ার জন্য কত টাকা জমা করতে হবে? 

অবসরের সময় ৩ কোটি টাকা পেতে, একজন কর্মচারীকে ৪০ বছর ধরে প্রতি মাসে ৮ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে। মেয়াদপূর্তিতে, ৮.২৫ শতাংশের বর্তমান সুদের হারে মোট ৩,০১,৯৪,৮০৪ টাকা পাবেন৷ আপনি যদি অবসরে ৪ কোটি টাকা পেতে চান তবে আপনাকে ৪০ বছরের জন্য প্রতি মাসে ১১,২০০ টাকা জমা করতে হবে। মেয়াদপূর্তিতে আপনি ৮.২৫ শতাংশের বর্তমান সুদের হারে মোট ৪,০২,৫৯,৭৩৮ টাকা পাবেন। যেখানে আপনি যদি অবসরে ৫ কোটি টাকা জমা পেতে চান তবে আপনাকে ৪০ বছরের জন্য প্রতি মাসে ১২০০০ টাকা জমা রাখতে হবে। অবসর গ্রহণের পর আপনি ৮.২৫ শতাংশ সুদের হারে ৫,০৮,৭০,৯৯১ টাকা পাবেন। 

Advertisement

কীভাবে EPF ব্যালেন্স চেক করবেন? 

যদি আপনার মোবাইল নম্বর EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে 9966044425 নম্বরে মিসড কল দিয়ে ব্যালেন্স চেক করা যাবে। 7738299899 নম্বরে 'EPFOHO UAN ENG' এসএমএস পাঠিয়ে ব্যালেন্স চেক করা যাবে। EPF পাসবুক পৃষ্ঠায় লগ ইন করে ব্যালেন্স চেক করা যেতে পারে। এছাড়াও আপনি Umang অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement