Advertisement

EPFO: পিএফের সাবস্ক্রাইবারদের জন্য শেষ সুযোগ সোমবার, মিস করলেই বড় লস!

অনেকেই ভাবছেন, সময়সীমা বাড়ানো হবে। বলে রাখি, ইতিমধ্যেই দু'বার বাড়ানো হয়েছে সময়সীমা। এমন পরিস্থিতিতে এবার অতিরিক্ত সময় দেওয়ার আশা কম। কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন?

EPFO। ইপিএফও।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2023,
  • अपडेटेड 3:30 PM IST
  • উচ্চ পেনশনের আবেদনের জন্য শেষ সময়সীমা।
  • ২৬ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

EPFO সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে বড় আপডেট। পেনশন প্রকল্পের জন্য আবেদনের সুযোগ দিচ্ছে সংস্থা। ২৬ জুন অর্থাৎ সোমবার শেষ সুযোগ। অনেকেই ভাবছেন, সময়সীমা বাড়ানো হবে। বলে রাখি, ইতিমধ্যেই দু'বার বাড়ানো হয়েছে সময়সীমা। এমন পরিস্থিতিতে এবার অতিরিক্ত সময় দেওয়ার আশা কম। কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন?

ইপিএফও-র সব সদস্যরা এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। ২০২২ সালের ৪ নভেম্বর  সুপ্রিম কোর্ট একটি স্পষ্ট রায় দিয়েছে যে কারা কারা অতিরিক্ত পেনশনের জন্য EPFO-তে আবেদন করতে পারেন। সেই রায়ের উপর নির্ভর করছে বেশি পেনশন পাওয়ার যোগ্যতা কাদের থাকবে। সুপ্রিম কোর্টের রায়ে কী বলা হয়েছে?

১। সুপ্রিম কোর্টের রায় অনুসারে, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ইপিএফ এবং ইপিএস-এর সদস্য ছিলেন, তার পর থেকে সদস্য রয়েছেন। 

২। ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছিলেন। তাঁদের বেশি পেনশনের জন্য আবেদন খারিজ করে দিয়েছে EPFO।

কী কী প্রয়োজন?

১। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)
২। পেনশনভোগীদের জন্য পেনশন পেমেন্ট অর্ডার
3। EPF অ্যাকাউন্টে অর্থপ্রদানের প্রমাণ

বেশি পেনশনের অপশন বেছে নেওয়া EPFO সাবস্ক্রাইবারদের অতিরিক্ত ১.১৬% জমা করতে হচ্ছে। সেটা নিয়োগকারী বা মালিকপক্ষের ভাগের ১২%-এর মধ্যে থেকেই নেওয়া হবে। যার অর্থ, পেনশন তহবিলে নিয়োগকারীর কনট্রিবিউশন বর্তমানে ৮.৩৩%। তা বেড়ে হবে ৯.৪৯%।

বেশি পেনশনের জন্য কীভাবে আবেদন?

- EPFO ই-সেবা পোর্টালে লগ ইন করুন- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ।
- 'Pension on higher salary: Exercise of joint option'-এর অপশনে ক্লিক করুন।
- 'Application form for joint options - Joint options' বেছে নিন।
- UAN, নাম, জন্ম তারিখ, আধার নম্বর, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা ইত্যাদি ভরুন।
- এবার ক্লিক করুন 'Get OTP'-তে।
- ফোনে OTP আসবে।
- সমস্ত তথ্যাদি ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে নিন।
- 'Submit' এ ক্লিক করে জমা দিন।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement