Advertisement

Ethanol Petrol Blending: পেট্রোলে ১০% ইথানল মেশানোয় সফল কেন্দ্র, দাম কমবে ২০ টাকা?

পেট্রোলে ইথানলের মিশ্রণে তিনটি লাভ হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইথানলের ব্যবহারের জন্য প্রতি লিটার জ্বালানির জন্য প্রায় ২০ টাকা দাম কমতে পারে।

পেট্রোলে ইথানল মিশ্রণ। পেট্রোলে ইথানল মিশ্রণ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2022,
  • अपडेटेड 11:00 PM IST
  • পেট্রোলের দাম বৃদ্ধিতে রাশ টানতেও কার্যকর হতে পারে ইথানলের মিশ্রণ৷
  • সরকার ২০২৫ সালের মধ্যে পেট্রোলে ২০% ইথানল মেশানোর লক্ষ্য স্থির করেছে।

আগামী দিনে কি কমবে জ্বালানির দর? বিশ্ব পরিবেশ দিবসে তেমন ইঙ্গিতই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ইথানল মিশ্রণে বড় সাফল্য অর্জন করেছে ভারত। নির্ধারিত সময়ের ৫ মাস আগেই পেট্রোলে ১০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য সফল হয়েছে।' এজন্য ভারতীয়দের গর্ব হওয়া উচিত বলে মনে করেন মোদী। পেট্রোল-ইথানলের মিশ্রণের ফলে প্রতি লিটার জ্বালানির খরচে ২০ টাকা সাশ্রয় হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন,'২০১৪ সালে ভারতে পেট্রোলে ইথানলের মাত্র ১.৫ শতাংশ মিশ্রণ করা হয়েছিল। পেট্রোলে ইথানল মিশ্রণ করার লক্ষ্যমাত্রা অর্জনে তিনটি সুবিধা হয়েছে।' প্রথমত, এতে প্রায় ২৭ লক্ষ টন কার্বন নিঃসরণ কমেছে। দ্বিতীয়ত, ভারত ৪১ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা বাঁচিয়েছে। ইথানল মিশ্রণের কারণে ৮ বছরে ৪০ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়েছে কৃষকদের। এটা তৃতীয় বড় ফায়দা বলে মনে করেন মোদী। এই কৃতিত্বের জন্য দেশের মানুষ, কৃষক এবং তেল কোম্পানিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

পেট্রোলের দাম বৃদ্ধিতে রাশ টানতেও কার্যকর হতে পারে ইথানলের মিশ্রণ৷ ইথানলের ব্যবহারের জন্য প্রতি লিটার জ্বালানির জন্য প্রায় ২০ টাকা দাম কমতে পারে। সরকার ২০২৫ সালের মধ্যে পেট্রোলে ২০% ইথানল মেশানোর লক্ষ্য স্থির করেছে। এক লিটার ইথানল প্রায় ৭৫০-৮০০ মিলিলিটার পেট্রোলের সমতুল।

আরও পড়ুন

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। দেশের চাহিদার ৮৫ শতাংশ মেটাতে বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। ইথানলের ব্যবহার বৃদ্ধির ফলে পরিবেশের পাশাপাশি দেশের কৃষকদের লাভ হবে। ইথানল ক্রয় বৃদ্ধির ফলে দেশের আখ চাষিরা লাভবান হবেন।

সম্প্রতি কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি ইঙ্গিত দিয়েছেন, শীঘ্রই দেশে ইথানল-চালিত যানবাহন চালু হতে পারে৷ এ জন্য সরকার ও সংস্থাগুলির মধ্যে আলোচনা চলছে। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সরকার পরিবেশবান্ধব এবং বিকল্প জ্বালানির ব্যবহারে উৎসাহ দিচ্ছে। কোম্পানিগুলিকেও এগিয়ে আসতে হবে। 

Read more!
Advertisement
Advertisement