Advertisement

Fixed Deposit Highest Interest Rates: ICICI, HDFC, Axis না SBI? কোন ব্যাঙ্কের এফডি-তে বেশি সুদ

চলতি বছর এপ্রিলে সুদ পর্যালোচনার বৈঠকে রেপো রেট একই রেখেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক । তার আগে এক বছর ধরে পাঁচবার বেড়েছে সুদ। দফায় দফায় রেপো রেট বেড়েছে প্রায় ২৫০ বেসিস পয়েন্ট। বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। 

Best FD RatesBest FD Rates
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Apr 2023,
  • अपडेटेड 8:41 AM IST
  • সব ব্যাঙ্কেই ৭ শতাংশের উপরে সুদ এফডি-তে।
  • জেনে নিন কোন ব্যাঙ্কে সুদের হার কত?

গত এক বছর ধরে স্থায়ী আমানতের উপর বেশি সুদ দিচ্ছে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি।  সেই ২০২২ সালের মে থেকে দফায় দফায় ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়ানো হয়েছে। আসলে এই পর্বে টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI। সে কারণে বেড়েছে ঋণের উপর ইএমআই। তবে ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার। এখন ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে। চলুন দেখে নেওয়া যাক দেশের ব্যাঙ্কগুলিতে এফডি-র উপর কত সুদ পাওয়া যাচ্ছে?

চলতি বছর এপ্রিলে সুদ পর্যালোচনার বৈঠকে রেপো রেট একই রেখেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক । তার আগে এক বছর ধরে পাঁচবার বেড়েছে সুদ। দফায় দফায় রেপো রেট বেড়েছে প্রায় ২৫০ বেসিস পয়েন্ট। বর্তমানে রেপো রেট ৬.৫ শতাংশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। 

আইসিআইসিআই (ICICI), এইচডিএফসি (HDFC), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র এফডি রেট কত? 

আরও পড়ুন

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)

আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে৩% থেকে ৭.১০% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদ পাচ্ছেন। মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর। সুদের হার ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
 
এইচডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর। ৩% থেকে ৭.১% পর্যন্ত সুদ মিলছে। প্রবীণ নাগরিকরা ০.৫০% অতিরিক্ত সুদ পাচ্ছেন। ৭ দিন থেকে ৫ বছর মেয়াদে ৩.৫% থেকে ৭.৬% সুদ মিলছে। ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে নয়া সুদের হার।

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
 
অ্যাক্সিস ব্যাঙ্কে ৩-৭.২০% ফিক্সড ডিপোজিটে সুদ মিলছে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদ। সুদের হার ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

এসবিআই (SBI)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩% থেকে ৭.১০% । মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর। প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০% থেকে ৭.৬০% সুদের হার। নয়া সুদের হার ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement