ধনতেরসের আগে খুশির খবর। একলাফে অনেকটা কমে গেল সোনার দাম। আগামী সপ্তাহেই ধনতেরস। এই সময় অনেকেই সোনা কেনেন। গত কয়েক দিন ধরেই সোনার দাম বাড়ছিল। রোজই নতুন নতুন নজির গড়েছিল দামে। অবশেষে আজ কলকাতায় সোনার দাম কমল। বৃহস্পতিবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৮৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৯৪৭ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৭ টাকা। ফলে সোনার দাম খানিকটা কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭২ হাজার ৮৫০ টাকা। গতকাল ছিল ৭৩ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯ হাজার ৪৭০ টাকা। গতকাল ছিল ৮০ হাজার ৭০ টাকা।
গত মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।