Advertisement

Gold Price: আরও সস্তা সোনা, সপ্তাহজুড়ে কতটা কমল হলুদ ধাতুর দাম?

সোনার দাম অনেকটা কমে গেল। গোটা সপ্তাহেই নিচের দিকে দর। সোনার দাম কমে কতটা হল?

এক ধাক্কায় কমল সোনার দাম। এক ধাক্কায় কমল সোনার দাম।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2022,
  • अपडेटेड 3:02 PM IST
  • এক ধাক্কায় কমল সোনার দাম।
  • ৫১ হাজারের নিচে সোনার দর।

আবারও সস্তা সোনা। হলুদ ধাতুর দাম নেমে গেল ৫১ হাজার টাকার নিচে। ভারতীয় স্বর্ণ বাজারে ২০ জুন (সোমবার) সপ্তাহের শুরুতে সোনার দর ছিল ৫১,০৬৪ টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৫০,৭৭৬ টাকায়। 

গোটা সপ্তাহে সোনার দরে ২৮৮ টাকার পতন দেখা গিয়েছে। গোটা সপ্তাহে মাত্র একদিনই  প্রতি ১০ গ্রাম সোনার দর ৫১ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) তথ্য অনুসারে, ২০ জুন সপ্তাহের শুরুতে প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫১,০৬৪ টাকা। ২১ জুন সোনার দাম ছিল ৫০,৯৪৩ টাকা। ২২ জুন ৫০,৭৭৬ টাকা, ২৩ জুন ৫০,৯৯৪ টাকা এবং ২৪ জুন প্রতি ১০ গ্রাম ৫০,৭৭৬ টাকা। 

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) পরিসংখ্যান অনুসারে, ২৪ জুন ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৮২৯ টাকা। সেখানে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৬২৫ টাকায়। গত সপ্তাহের কথা বললে সোনার দর ছিল ৫১,৬৫৭ টাকা থেকে ৫১,১৮৫ টাকা প্রতি ১০ গ্রাম। এই দামের সঙ্গে সোনার উপরে জিএসটি বা গয়নার মজুরি ধরা হয়নি। 

আরও পড়ুন

IBJA সরকারি ছুটির দিন-সহ শনি ও রবিবার রেট জারি করে না। ২২ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার গয়না কেনার জন্য মোবাইলে সোনার খুচরো মূল্য জানতে পারেন। এজন্য 8955664433 নম্বরে একটি মিসড কল করতে হবে। এসএমএসের মাধ্যমে সোনার দাম জানতে পারেন।

বিশুদ্ধতম সোনা

২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে বিশুদ্ধ বলে মনে করা হয়। এতে কোনও ধরনের ধাতু মেশানো থাকে না। ২৪ ক্যারেট সোনা হল খাঁটি সোনা। এতে ৯৯৯ নম্বর রয়েছে। তবে ২৪ ক্যারেট সোনার গয়না তৈরি হয় না। কারণ এই সোনা খুবই নরম। গয়না তৈরিতে বেশিরভাগ ২২ ক্যারেট সোনাই ব্যবহার করা হয়। গয়নায় সোনার সঠিক পরিমাণ এবং বিশুদ্ধতার জন্য 'হলমার্ক' ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। 

Read more!
Advertisement
Advertisement