দীপাবলির পরের দিনই সোনার দাম বদলে গেল। একলাফে অনেকটা কমল সোনার দাম। সম্প্রতি ধনতেরস ও দীপাবলি ছিল। গত কয়েক দিন ধরেই সোনার দাম চড়ছিল। ধনতেরসের দিন সোনার দাম ছিল আকাশছোঁয়া। অবশেষে দীপাবলির পরের দিন সোনা অনেকটা সস্তা হল কলকাতায়। শুক্রবার ফের বদলাল সোনার দাম। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩৮৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৪৫৫ টাকা। অর্থাৎ, সোনার দাম অনেকটা কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮ হাজার ৫৬ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ১৩৩ টাকা। ফলে সোনার দাম খানিকটা কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭৩ হাজার ৮৫০ টাকা। গতকাল ছিল ৭৪ হাজার ৫৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০ হাজার ৫৬০ টাকা। গতকাল ছিল ৮১ হাজার ৩৩০ টাকা।
গত মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।