মাস পেরোলেই দুর্গাপুজো। পুজোর মরশুমে কেনাকাটার মধ্যে তালিকায় অনেকেই সোনা রাখেন। সোনা এক মূল্যবান ধাতু। সোনা শুধু নারীর অলঙ্কার নয়, সম্পদও বটে। গত মাসে সোনা অনেকটা সস্তা হয়েছে। উৎসবের মরশুমের আগে সোনার দাম অনেকটাই ওঠানামা করছে। মঙ্গলবার কলকাতায় সোনা কিনলে কতটা লাভ করবেন, জেনে নিন...
কলকাতায় সোনার দাম কত?
মঙ্গলবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৬ হাজার ৬৭০ টাকা। গতকালও একই দাম ছিল। অর্থাৎ, সোনার দাম অপরিবর্তিত।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৭৭ টাকা। গতকালও একই দাম ছিল। ফলে সোনার দাম অপরিবর্তিত রইল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৬৬ হাজার ৭০০ টাকা। গতকালও ছিল একই দাম।
১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭২ হাজার ৭৭০ টাকা। গতকালও ছিল একই দাম।
গত মাসে অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।