Advertisement

Gold Price Today: ২৪ ক্যারাট সোনার দামে বিরাট বদল, কলকাতায় আজ Gold কিনলে কতটা লাভ?

কলকাতায় সোনার দাম আবার বদলে গেল। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার সোনা বিপদ-আপদে বড় সম্বলও বটে। তাই অনেকেই সোনা কিনে রাখেন।এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

সোনার দামে বদল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 1:02 PM IST
  • কলকাতায় সোনার দাম আবার বদলে গেল।
  • গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে।
  • কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম আবার বদলে গেল। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার সোনা বিপদ-আপদে বড় সম্বলও বটে। তাই অনেকেই সোনা কিনে রাখেন।এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

শনিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৩০০ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ২২৫ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৯৬৪ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৮৮২  টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল।

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭৩ হাজার  টাকা। গতকাল ছিল ৭২ হাজার ২৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯ হাজার ৬৪০ টাকা। গতকাল ছিল  ৭৮ হাজার ৮২০ টাকা।

অক্টোবর মাসে সোনার দামে ওঠানামা চলেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতে সোনার দাম অনেকটা কমেছিল।  গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন। 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement