Advertisement

Higher Pension Scheme: হাতে কম মাইনে আসছে? হায়ার পেনশন নিয়ে কেন্দ্রের বড় আপডেট

Higher Pension Scheme: হায়ার পেনশন স্কিমে যারা উচ্চতর পেনশনের বিকল্প বেছে নিচ্ছেন তাদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে-কী পরিবর্তন হচ্ছে নিয়মে? জেনে নিন...

হাতে কম মাইনে আসছে? হায়ার পেনশন নিয়ে কেন্দ্রের বড় আপডেট!
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 12 May 2023,
  • अपडेटेड 10:54 AM IST
  • হায়ার পেনশন স্কিমে যারা উচ্চতর পেনশনের বিকল্প বেছে নিচ্ছেন তাদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
  • এর জন্য সময়সীমা আগে ছিল ৩ মে, ২০২৩, বর্তমানে যা বাড়িয়ে ২৬ জুন, ২০২৩ পর্যন্ত করা হয়েছে।

EPFO Higher Pension Scheme: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) পেনশন স্কিমের শেয়ারহোল্ডার এবং পেনশনভোগীরা যারা উচ্চতর পেনশনের বিকল্প বেছে নিচ্ছেন, তাদের অতিরিক্ত অবদান (contribution/due) বা বকেয়ার বিষয়ে তাদের সম্মতি জানানোর জন্য তিন মাস সময় দেওয়া হবে।

হায়ার পেনশনে আবেদনের মেয়াদ বৃদ্ধি
বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে, গত বছরের নভেম্বরে, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে উচ্চতর পেনশন (Higher Pension) বেছে নিতে গ্রাহকদের চার মাস সময় দিতে বলেছিল। ইপিএফও উচ্চতর পেনশন বেছে নেওয়ার জন্য নিয়োগকর্তাদের সঙ্গে অনলাইনে যৌথ বিকল্প ফর্ম পূরণ করতে গ্রাহকদের করে দিয়েছে। এর জন্য সময়সীমা আগে ছিল ৩ মে, ২০২৩, বর্তমানে যা বাড়িয়ে ২৬ জুন, ২০২৩ পর্যন্ত করা হয়েছে।

নতুন পেনশন বিকল্প নিয়ে ধোঁয়াশা যেখানে
বর্তমানে, অতিরিক্ত অবদানের বিকল্প কীভাবে কাজ করবে এবং উচ্চতর পেনশন বেছে নেওয়া হলে অর্থপ্রদানের পদ্ধতি কী হবে সে বিষয়গুলি এখনও খুব স্পষ্ট নয়। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সদস্যরা এখনও পর্যন্ত সচেতন নন যে তারা উচ্চতর পেনশন স্কিম থেকে অপ্ট-আউট (অংশগ্রহণ না করার সিদ্ধান্ত) করার বিকল্প পাবেন কিনা।

আরও পড়ুন: ৩০ জুনের মধ্যে Aadhaar-PAN লিঙ্ক না হলে কী সমস্যা?

EPFO সদস্যদের অতিরিক্ত সময় কেন?
নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পেনশনভোগী/ EPFO সদস্যদের টাকা জমা দিতে এবং তহবিল স্থানান্তরের (ফান্ড ট্রান্সফার) জন্য সম্মতি দেওয়ার ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় দেওয়া হবে। EPFO-এর আঞ্চলিক আধিকারিকরা পেনশনভোগী বা EPFO সদস্যদের উচ্চতর পেনশনের জন্য অতিরিক্ত টাকা প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করবেন।

নতুন বিজ্ঞপ্তিতে কী সুবিধা হচ্ছে?
যারা চাকরিজীবী, অনুমতি নিয়ে অতিরিক্ত টাকা তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। টাকা স্থানান্তরিত করার ক্ষেত্রেও ৩ মাস সময় মিলবে। আর ইচ্ছে করলে এই ৩ মাসের মধ্যেই কেউ বেশি পেনশনের আবেদন বাতিল করে সরে আসতে পারবেন বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

Advertisement

অর্থাৎ, পেনশনের জন্য আবেদন জানানোর পর কেউ যদি দেখেন যে, ওই খাতে অতিরিক্ত হিসাবে তাঁকে অনেক বেশি টাকা জমা দিতে হচ্ছে, তা হলে সেই আবেদন থেকে তিনি চাইলে সরে আসতে পারেন। তবে এ বিষয়ে তাঁকে তিন মাসের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement