লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু নতুন ঘোষণা করলেন নির্মলা। সেই সঙ্গে সরকারের গত ১০ বছরের সাফল্য বাজেট বক্তৃতায় তুলে ধরলেন নির্মলা। কর্মসংস্থান তৈরি করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি, কৃষক, যুবক, দেশের মহিলাদের অগ্রগতিতেও জোর দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।
বাজেট পেশ ঘিরে নয়া নজির গড়লেন নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ষষ্ঠ বার বাজেট পেশ করলেন নির্মলা। ছাপিয়ে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিনহাকে। তাঁরা সকলেই ৫টি বাজেট পেশ করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে জায়গা করে নেবেন নির্মলা। দু'দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন দেশাই। বুধবার রাজধানীর নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরে রীতি মেনে হালুয়া উৎসব পালন করা হয়। নিয়ম অনুযায়ী, মন্ত্রকের কর্তা এবং বাজেট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হালুয়া বিতরণের পরই মন্ত্রকের ভূগর্ভের প্রিন্টিং প্রেসে বাজেট বই ছাপার কাজ শুরু হয়।
বাজেটে ঠিক কী কী গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করা হল, একনজরে জেনে নিন...
* ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর কাঠামোয় কোনও বদল করা হল না। অর্থাৎ, আয়কর কাঠামো অপরির্তিত থাকছে।
* মহিলাদের প্রকল্প 'লাখপতি দিদি'তে জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল। এই লক্ষ্যমাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।
* দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।
* ধর্মীয় পর্যটনে জোর দেওয়া হবে।
* রেলের ৪০ হাজার সাধারণ কামরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। মেট্রোরেলের উন্নয়ন করা হবে।
* প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি দেওয়া হবে।
* প্রধানমন্ত্রী কৃষি যোজনায় ১০ লক্ষ কর্মসংস্থার তৈরি হয়েছে।
* আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চিকিৎসায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল।
* সার্ভাইকাল ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের।
* ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে। প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।
* দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হবে।