সমকামী যুগলদের (LGBTQ) জন্য ব্যাঙ্কে কিছু বিধিনিষেধ তুলে দিল কেন্দ্র। এবার সমকামী যুগল বা দম্পতিও ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া কোনও সমকামী ব্যক্তি চাইলে, তাঁর পার্টনারকে নমিনিও করতে পারেন ব্যাঙ্কে।
২১ অগাস্ট থেকেই দেশের সব ব্যাঙ্ককে এই নোটিফিকেশন জারি
কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, সুপ্রিয় চক্রবর্তী বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় ২০২৩ সালের ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, LGBTQ সম্প্রদায়ের মানুষ ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবে। সেই রায় কার্যকর করল কেন্দ্র। কেন্দ্রের অ্যাডাভাইজারি বলছে, ২১ অগাস্ট থেকেই দেশের সব ব্যাঙ্ককে এই নোটিফিকেশন জারি করা হয়েছে।
ডেবিট, ক্রেডিট কার্ড সহ একাধিক পরিষেবা ছিল
২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছিল, অ্যাকাউন্ট খোলার ফর্মে তৃতীয় লিঙ্গের আলাদা জায়গা রাখতে। যাতে ব্যাঙ্ক চিহ্নিত করতে পারে ও সেই মতো পরিষেবা দিতে পারে। ২০২২ সালে যেমন, ESAF স্মল ফাইনান্স ব্যাঙ্ক লঞ্চ করেছিল 'Rainbow Savings Account' । এই স্কিম ছিল শুধুমাত্র রূপান্তরকামীদের জন্য। ডেবিট, ক্রেডিট কার্ড সহ একাধিক পরিষেবা ছিল এই স্কিমের আওতায়।
কেন্দ্র ৬ সদস্যের একটি কমিটি গঠন করে
২০২৩ সালের ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের পরে ২০২৪ সালের এপ্রিলে কেন্দ্র ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। LGBTQ+ সম্প্রদায়ের মানুষের জন্য সুপ্রিম রায় খতিয়ে লাগু করার জন্য এই কমিটি তৈরি হয়। প্যানেলের দায়িত্ব ছিল, LBGTQ+ সম্প্রদায়ের মানুষ যাতে বৈষম্যের সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য নেওয়া যেতে পারে এমন ব্যবস্থা এবং পদক্ষেপগুলি খুঁজে বের করা এবং সম্প্রদায়ের লোকেদের পরিষেবাগুলিতে সমান অ্যাক্সেস রয়েছে এবং তাঁরা যাতে হেনস্থার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা। কারণ তৃতীয় লিঙ্গের মানুষদের নানা হয়রানির সম্মুখীন হতে হচ্ছিল।