Advertisement

Reliance Share Rises High: রিলায়েন্স-এর লগ্নিকারীরা মালামাল, মুনাফা কামালেন কোটি কোটি টাকা

Reliance Share Rises High:রিলায়েন্স-এর লগ্নিকারীদের কোটি কোটি মুনাফা, এক সপ্তাহে বড় লাফ শেয়ারে। রিলায়েন্সে ছাড়াও বিএসই লিস্টিংয়ের আরও ৯ টি শেয়ার ভাল মুনাফা কামিয়েছে। সেখানে অপ্রত্যাশিতভাবে একটি বিখ্যাত কোম্পানির শেয়ারে লগ্নিকারীরা ক্ষতির মুখে পড়েছেন।

রিলায়েন্স-এর লগ্নিকারীদের কোটি কোটি মুনাফা, এক সপ্তাহে বড় লাফ শেয়ারে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 30 Oct 2022,
  • अपडेटेड 4:25 PM IST
  • রিলায়েন্স-এর লগ্নিকারীরা মালামাল,
  • মুনাফা কামালেন কোটি কোটি টাকা
  • HUL কোম্পানির টাকা ধসে গেল

Reliance Share Rises High: শেয়ার বাজার উত্থান পতনের মধ্যে দিয়ে চলে কখন কোন উর্ধ্বগামী হবে বা কখন কোনটা নিম্নগামী হবে তা সব সময় বোঝা মুশকিল। অনুমানের ভিত্তিতে লগ্নি করা হয়। গত সপ্তাহে রিলায়েন্স শেয়ারহোল্ডাররা কিছুটা  এমন ভাবেই কোটি কোটি টাকা কামিয়েছেন। এই সময়ে বিএসসিতে লিস্টের টপ টেন কোম্পানির মধ্যে ন'টিই লাভের মুখ দেখেছে। সমগ্র মার্কেট ক্যাপের ৯০,৩১৮.৭৪ কোটি টাকা বেড়ে গিয়েছে।

রিলায়েন্স এর কত বাড়ল শেয়ার

টপ টেন ফার্মের মার্কেট ক্যাপিটালিজেশন-এ আসা তেজির মধ্যে সবচেয়ে বেশি লাভ হল, মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্পত্তি গোটা সপ্তাহে ৩৬, ৫৬৬. ৮২ কোটি টাকা বেড়ে গেল। এর সঙ্গে কোম্পানির মার্কেট ক্যাপে আরও একবার বেড়ে ১৭ লক্ষ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। জানিয়ে দেওয়া যাক যে রিলায়েন্সের মার্কেট ভ্যালু বেড়ে ১৭ লক্ষ ৮৯৩২.৪২ কোটি টাকা হয়ে গিয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্কের ভালো মুনাফা

রিলায়েন্সের পরে নিজের ইনভেস্টারদের সবচেয়ে বেশি কামাই দিতে পেরেছে এসডিএফসি ব্যাংক এর মার্কেট ক্যাপ। ১১,১৯৫.৬১ কোটি টাকা বৃদ্ধি হয়েছে যা বেড়ে ৮ লক্ষ ১২ হাজার ৩৭৮.৫২ কোটি টাকা হয়ে গিয়েছে। এছাড়া ভারতী এয়ারটেলের মার্কেট ভ্যালু ১০৭৯২.৬৭ কোটি টাকা বেড়ে ৪ লক্ষ ৫৪ হাজার ৪০৪.৭৬ কোটি টাকা যেখানে এসবি আই ৮,১৯৭৯.৯৮ কোটি টাকা বেড়ে ৫ লক্ষ ৯৩৭২.২১ কোটি টাকা হয়ে গিয়েছে।

টাটা শেয়ার হোল্ডাররদেরও লাভ

রতন টাটার নেতৃত্বাধী টাটা কনসালটেন্সি সার্ভিস এর মার্কেট ক্যাপিটাল 8 হাজার ৬১৭.০৬ কোটি টাকা বেড়ে ১১ লক্ষ ৫৭ হাজার ৩৩৯.৬৫ কোটি টাকাতে পৌঁছে গিয়েছে। এছাড়া এইচডিএফসির মার্কেট ক্যাপ ৮২৫৪. ২৭ কোটি টাকা বেড়ে ৪ লক্ষ ৩৬ হাজার ২৪০.২৭ কোটি টাকা, ইনফোসিস এর ৫২৫৯.৯২ কোটি টাকা বেড়ে' ৬ লক্ষ ৩৬ হাজার ৪৭৬.১৩ কোটি টাকা হয়ে গিয়েছে। এছাড়াও আরো বেশ কিছু কোম্পানি মোটা টাকা লাভ করেছে।

Advertisement

এইচ ইউ এল এর মার্কেট ক্যাপ পড়ে গিয়েছে

একদিকে যেখানে টপ টেনের মধ্যে ৯টি কোম্পানির মার্কেট ভ্যালু বেড়েছে, সেখানে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড একমাত্র বিএসসি লিস্টেড এমন কোম্পানি, যার শেয়ারহোল্ডারদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল ৩০ হাজার ৫০০৯.৪৪ কোটি টাকার বড় পতন হয়েছে এবং এটি কমে গিয়ে ৫ লক্ষ ৯৩ হাজার ৩১৮.৭৯ কোটি টাকা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাজারে দিওয়ালি এবং বলি প্রতিপদের সময় ছুটি সত্বেও মোট মুনাফা ও উত্থান নথিবদ্ধ হয়েছে।

রিলায়েন্স সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি

মার্কেট ক্যাপিটাল এর হিসেবে দেখা গেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম স্থানে রয়েছে। এর পরে ক্রমশ টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, এসবিআই, ভারতীয় এয়ারটেল, এইচডিএফসি এবং আইটিসির স্থান রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement