২০২৪-এর সাধারণ বাজেটে বাংলার জন্য কিছু বরাদ্দ করা হয়নি। অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বাজেট পেশের ২৪ ঘণ্টা পর তার জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনি নিজেদের সংশোধন করার পরামর্শ দিলেন।
বাজেট পেশের পর থেকেই একাধিক রাজ্যের সরকার বিশেষ করে ইন্ডিয়া ব্লকে থাকা জোট শরিক নেতারা নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের উপর আক্রমণ শানিয়েছেন। তাঁদের দাবি, সরকার বাঁচাতে জোট শরিক নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর রাজ্যকে ঢেলে দিয়েছে কেন্দ্র সরকার। সেজন্য অন্য রাজ্যের ভাগ্যে কিছু জোটেনি। সেই সুরে গলা মিলিয়েছিলেন বাংলার তৃণমূল নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সমালোচনা করেন। বাংলাকে বঞ্চনার অভিযোগও তোলেন তিনি। এবার তার জবাব দিলেন নির্মলা।
তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের সংশোধন করা। বাজেট বক্তৃতায় যদি নির্দিষ্ট রাজ্যের নাম না থাকে তার মানে কি এটা দাঁড়ায় যে অন্য রাজ্য কোনও সুবিধে পাবে না? অন্য রাজ্যে নাম না করা মানে এটা নয় যে, সরকারের স্কিম, প্রোগ্রাম, বিশ্বব্যাংক থেকে পাওয়া সুবিধে সেই রাজ্য পাবে না। কোনও রাজ্যের নাম না করা মানে তাদের জন্য বরাদ্দ হয়নি, এমনটাও নয়। রুটিনমাফিক যা যা পাওয়ার সব রাজ্যই তা পেয়ে থাকে। বাজেটে নাম উল্লেখ না করলেও।'
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও সংযোজন, 'প্রতি বাজেটে এই দেশের প্রতিটি রাজ্যের নাম বলার সুযোগ পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, জুন মাসে মন্ত্রিসভা মহারাষ্ট্রের ভাধাবনে একটি বন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। এর জন্য ৭৬,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্ট বাজেটের ভোটে মহারাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি, বা গতকালও নেওয়া হয়নি। এর মানে কি মহারাষ্ট্র উপেক্ষা করা হয়েছে?'
বাজেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন নির্মলা সীতারামন। তিনি বলেন,'কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য, জনগণকে বোঝানো যে, তাদের রাজ্যের জন্য বরাদ্দ নেই। কংগ্রেস দলও তো বাজেট পেশ করেছে। কোনও একটি বাজেটেও কি কংগ্রেস সব রাজ্যের নাম নিতে পেরেছে?'
এদিকে বাজেট বক্তৃতার বিরোধিতা করে বুধবার লোকসভা থেকে ওয়াক আউট করে ইন্ডিয়া ব্লক। স্পিকার ওম বিড়লা বিরোধী নেতাদের সতর্ক করেন।