Advertisement

Home Loan EMI: হোম লোন নিয়েছেন? ২০২৪-এর মার্চ পর্যন্ত হয়তো কপালে 'কষ্ট' আছে

অর্থনীতিবিদদের নিয়ে একটি সমীক্ষা সম্প্রতি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের মার্চের শেষ পর্যন্ত সুদের হার বেশিই থাকবে। কারণ মুদ্রাস্ফীতির হার কমার কোনও লক্ষণ নেই।

হোম লোন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Aug 2023,
  • अपडेटेड 1:15 PM IST
  • মুদ্রাস্ফীতির হার কমার কোনও লক্ষণ নেই
  • হয়তো আরও বেশ কিছু মাস এরকমই চলবে
  • হোম লোনের গ্রাহকদের জন্য দুঃসংবাদ

গৃহঋণে (Home Loan Interest Rate) সুদের হার কমলে বহু মানুষ উপকৃত হন। দীর্ঘমেয়াদী এই ঋণের বোঝা কিছুটা কমলেও বিরাট অংশের গ্রাহকের স্বস্তি মেলে। তবে গৃহঋণে স্বস্তির আপাতত ইঙ্গিত নেই। কারণ রেপো রেট (Repo Rate) (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) সিদ্ধান্ত।

সাম্প্রতিক সার্ভে বলছে, ২০২৪ সাল পর্যন্ত গৃহঋণে সুদের হার কমার কোনও লক্ষণ নেই। কারণ আপাতত ৬.৫০ শতাংশ রেপো রেটই বজায় রাখতে পারে আরবিআই।

মুদ্রাস্ফীতির হার কমার কোনও লক্ষণ নেই

অর্থনীতিবিদদের নিয়ে একটি সমীক্ষা সম্প্রতি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তাতে দেখা যাচ্ছে, ২০২৪ সালের মার্চের শেষ পর্যন্ত সুদের হার বেশিই থাকবে। কারণ মুদ্রাস্ফীতির হার কমার কোনও লক্ষণ নেই। টানা ৪ মাস মূল্যবৃদ্ধির হার নিম্নমুখী থাকলেও গত মাসে অর্থাত্‍ জুলাইয়ে ৪.৮১ শতাংশ ছুঁয়েছে। মূলত, খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির জেরে।

অর্থনীতিবিদরা মনে করছেন, চলতি আর্থিক বছরে মূল্যবৃদ্ধির হার সামগ্রিক ভাবে ৫ শতাংশের উপরেই থাকবে। চলতি আর্থিক বছর শেষ হচ্ছ ২০২৪ সালের ৩১ মার্চে। জুনের সার্ভেতে অর্থনীতিবিদরা মনে করছেন, ২০২৪ সালের মার্চের শেষে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে আরবিআই। তবে ওই পূর্বাভাস এখন আর মিলছে না। গতিপ্রকৃতি যেদিকে যাচ্ছে, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের আগে রেপো রেট কমার কোনও লক্ষণ নেই।

হয়তো আরও বেশ কিছু মাস এরকমই চলবে

অ্যাকুইট রেটিংস অ্যান্ড রিসার্চ-এর মুখ্য অর্থনীতিবিদ সুমন চৌধুরীর কথায়, 'রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর বিষয়ে এখনই কোনও বড় সিদ্ধান্ত নেবে না। যতদিন না আর্থিক বৃদ্ধির হার একটু বাড়ছে বা মুদ্রাস্ফীতির হার কমছে, ততদিন হয়তো আরও বেশ কিছু মাস এরকমই চলবে।'

Advertisement

হোম লোনের গ্রাহকদের জন্য দুঃসংবাদ

আপনার যদি কোনও গৃহঋণ চলে, সে ক্ষেত্রে ২০২৪ সালের মাঝামাঝির আগে লোনর বোঝায় কোনও রেহাই পাবেন না। কারণ গৃহঋণ সহ যাবতীয় ঋণের সঙ্গে রেপো রেটের সম্পর্ক সরাসরি। কারণ, রেপো রেট কমলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কম সুদের হারে ঋণ নিতে পারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে। তারফলে তারা গ্রাহককেও ঋণ দেওয়ার সময় সুদের হার কমানোর পথে হাঁটতে পারে। 


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement