Advertisement

Paytm-এর কোন পরিষেবা পাবেন-কী কী পাবেন না? বিভ্রান্তি কাটাতে রইল বিস্তারিত

Paytm Payment Bank Banned: Paytm পেমেন্ট ব্যাঙ্কের একাধিক পরিষেবা নিষিদ্ধ করেছে RBI। সে ক্ষেত্রে আপনি যদি একজন Paytm অ্যাপ ব্যবহারকারী হন, তাহলে এর জেরে আপনি কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হবেন না। আপনি আগের মতোই UPI পেমেন্ট করতে পারবেন। RBI-এর আদেশের পরে Paytm এবং Paytm ব্যাঙ্কের কোন পরিষেবাগুলি পাওয়া যাবে, তা জেনে নেওয়া যাক।

Paytm
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 1:21 PM IST
  • Paytm ব্যাঙ্কের কোনও পরিষেবা পাওয়া যাবে না?
  • কোন কোন পরিষেবা চালু থাকছে?
  • ওয়ালেটও ব্যবহার করতে পারবেন

Paytm পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে RBI-এর পদক্ষেপের জেরে ব্যবহারকারীদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, RBI-এর নির্দেশের জেরে শীঘ্রই Paytm-এর পরিষেবা বন্ধ হয়ে যাবে। আসলে তা নয়। বিষয়টি হল, এখানে শুধুমাত্র Paytm পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Paytm পেমেন্ট ব্যাঙ্কের একাধিক পরিষেবা নিষিদ্ধ করেছে RBI। সে ক্ষেত্রে আপনি যদি একজন Paytm অ্যাপ ব্যবহারকারী হন, তাহলে এর জেরে আপনি কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হবেন না। আপনি আগের মতোই UPI পেমেন্ট করতে পারবেন। RBI-এর আদেশের পরে Paytm এবং Paytm ব্যাঙ্কের কোন পরিষেবাগুলি পাওয়া যাবে, তা জেনে নেওয়া যাক।

Paytm ব্যাঙ্কের কোনও পরিষেবা পাওয়া যাবে না?

আপনার যদি Paytm পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ২৯ ফেব্রুয়ারির পরে এটি ব্যবহার করতে পারবেন না। তবে আরবিআই Paytm পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহারকারীদের ১৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছে। ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্ট থেকে ১৫ মার্চ পর্যন্ত পুরো আমানত তুলতে পারবেন। একই সময়ে আপনি Paytm পেমেন্ট ব্যাঙ্কের ওয়ালেট ব্যবহার করতে পারবেন না।

ওয়ালেটের পাশাপাশি, আপনার FASTag যদি Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত থাকে, তবুও আপনি এটি রিচার্জ করতে পারবেন না। Paytm পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করে, আপনি উপহার কার্ড, Paytm ওয়ালেট রিচার্জ বা অন্য কোনও পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

আপনি Paytm পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন না।

-- অ্যাকাউন্টে নতুন কোনো লেনদেন হবে না

-- আপনি আপনার টাকা তুলতে পারেন

-- এতে কোনও টপ-আপ থাকবে না। এর কারণে আপনি FASTag  রিচার্জ করতে পারবেন না।

কোন কোন পরিষেবা চালু থাকছে?

Advertisement

আপনি যদি শুধুমাত্র UPI অ্যাপ হিসাবে Paytm অ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনি প্রভাবিত হবেন না। এর মাধ্যমে আপনি যে কোনও জায়গায় সহজেই পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, এই সবের জন্য আপনাকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

-- আপনি আগের মতই UPI পেমেন্ট করতে পারবেন।

-- আপনাকে আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে

-- আপনি UPI এর মাধ্যমেও রিচার্জ করতে পারবেন

ওয়ালেটও ব্যবহার করতে পারবেন

আপনার যদি Paytm পেমেন্ট ব্যাঙ্ক থেকে কোনও EMI বা স্টেটমেন্ট পেন্ডিং থাকে, তাহলে তা অবিলম্বে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিন। ২৯ ফেব্রুয়ারির পরে আপনি এই পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে কোনও লেনদেন করতে পারবেন না। তবে কেন্দ্রীয় ব্যাংক পিপিবিএল ব্যবহারকারীদের তাদের বিদ্যমান আমানত তোলা বা ব্যবহার করার সুযোগ দিয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement