এখন এক লিটার পেট্রোলের দাম ১০৬ টাকা (petrol Price)। কিন্তু সেই পেট্রোলের দাম কমে যাবে। এক লিটার পেট্রোলের দাম হবে মাত্র ১৫ টাকা। এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার অন্যতম সদস্য নীতিন গড়করি (Nitin Gadkari)। তাঁর এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে শোরগোল।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। তিনি প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রীসভার এমন একজন সদস্য যিনি কথা দিয়ে তা রাখেন বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সেই গড়করি, ৪ জুলাই মঙ্গলবার রাজস্থানের প্রতাপগড়ে ৫৬০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। সেই সভা থেকে কংগ্রেসকে কড়া ভাষার আক্রমণ করেন। বলেন,'দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর হয়ে গেছে। এর মধ্যে ৬০ বছর কংগ্রেস সরকার ছিল। কিন্তু দেশ থেকে দারিদ্র্য দূর করা যায়নি।'
কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়নের কথাও বলেন তিনি। তাঁর কথায়,'কৃষক এখন খাদ্যদাতার পাশাপাশি শক্তিদাতাও হবে। অগাস্টে টয়োটা গাড়ি লঞ্চ করছেন। এই সমস্ত নতুন আগত গাড়িগুলি কৃষকদের দ্বারা প্রস্তুত ইথানলে চলবে।'
তারপরই পেট্রোলের দাম প্রসঙ্গে বলেন, '৬০ শতাংশ ইথানল এবং ৪০% বিদ্যুতের ভিত্তিতে এর গড় প্রাপ্ত হবে। তখন পেট্রোলের গড় দাম হবে ১৫ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে ১৬ লাখ কোটি টাকার অপরিশোধিত তেল আমদানি করা হয়। তখন আর এত নির্ভরশীলতা থাকবে না। মানুষ অনেক সস্তায় পাবে পেট্রোল।'
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ইথানল উৎপাদন করলে অপরিশোধিত তেলের আমদানি কমবে এবং এই অর্থ কৃষকদের কাছে যাবে। এর মধ্যে সাড়ে চার কোটি যুবকের কর্মসংস্থান হয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন এই শিল্প ১০ কোটি মানুষের কর্মসংস্থান করবে। দ্রুত উন্নয়নের কারণে বিশ্বে ভারত আলাদা পরিচিতি পাবে।