Advertisement

এবার এই ব্যাঙ্কে RBI নির্দেশ, ১৫ হাজারের বেশি টাকা তোলায় নিষেধাজ্ঞা

একটি বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, পূর্ব অনুমতি ছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রেও ওই ব্যাঙ্কের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রায়গড় সহকারি ব্যাঙ্ক না কোথাও কোনও বিনিয়োগ করতে পারবে, না গ্রাহকদের থেকে ডিপোজিট গ্রহণ করতে পারবে। আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই ব্যাঙ্কের গ্রাহকরা এখন ১৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। 

বিধিনিষেধ জারি আরবিআই-এর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 3:45 PM IST
  • আরবিআই-এর নজরে মুম্বইয়ের ব্যাঙ্ক
  • জারি বেশকিছু বিধিনিষেধ
  • সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা

মুম্বইয়ের রায়গড় সহকারি ব্যাঙ্কের ওপর বেশকিছু বিধিনিষেধ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই ব্যাঙ্কের বেহাল আর্থিক দশার কারণেই এই পদক্ষেপ আরবিআই-এর। এই বিধিনিষেধগুলি লাগু হওয়ার পর ওই ব্যাঙ্কের গ্রাহকরা আপাতত ১৫ হাজার টাকার বেশি আর তুলতে পারবেন না। এছাড়াও জারি করা হয়েছে আরও বেশকিছু বিধিনিষেধ। 

একটি বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, পূর্ব অনুমতি ছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রেও ওই ব্যাঙ্কের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রায়গড় সহকারি ব্যাঙ্ক না কোথাও কোনও বিনিয়োগ করতে পারবে, না গ্রাহকদের থেকে ডিপোজিট গ্রহণ করতে পারবে। আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই ব্যাঙ্কের গ্রাহকরা এখন ১৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। 

আগামী ৬ মাসের জন্য লাগু থাকবে এই বিধিনিষেধ। এরপর আরবিআই এর পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করছে আগামিদিনের পরিস্থিতি। তবে এই বিধিনিষেধের অর্থ যে ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করা নয়, তাও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে আরবিআই-এর এই নির্দেশের কারণে সমস্যায় পড়তে পারেন সহকারী ব্যাঙ্কের গ্রাহকরা। তবে ৬ মাস পর এই সমস্যা দূর হতে পারে। 

প্রসঙ্গত দেশের সমস্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপরে নজর রাখে রিজার্ভ ব্যাঙ্ক। কোনওরকম গরমিল পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করে আরবিআই। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে সহকারি ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য ঠিক হলেই শিথিল করা হবে বিধিনিষেধ। অন্যদিকে Shree Chhatrapati Rajarshi Urban Co-Operative Bank Ltd-এর ওপরে ৬ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে আরবিআই। Banking Fraud Classification and Reporting-এ বিলম্বের কারণে এই জরিমানা ধার্য করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুনITBP-তে মাধ্যমিক পাশেই চাকরি, লাখ টাকার ওপরে বেতন


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement