Advertisement

Bank FD Vs Post Office Deposit Rates: ব্যাঙ্ক না পোস্ট অফিস, কোথায় টাকা রাখলে তাড়াতাড়ি ডাবল?

৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী আমানতের উপর গড়ে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্কগুলি। কিষান বিকাশ পত্র পোস্ট অফিসের জনপ্রিয় ছোট সঞ্চয় প্রকল্প। সরকার প্রতি ৩ মাসে কিষান বিকাশ পত্রের সুদের হার পরিবর্তন করে। জানুয়ারি-মার্চ ২০২৩-এর জন্য কেন্দ্রীয় সরকার এই স্কিমে দিচ্ছে ৭.২ শতাংশ সুদ।

Bank FD Vs Post Office FD RatesBank FD Vs Post Office FD Rates
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Mar 2023,
  • अपडेटेड 1:33 PM IST
  • এফডি-তে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি।
  • কিষান বিকাশপত্রে মিলছে ৭.২ শতাংশ সুদ।

টানা রেপো রেট বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার। কেন্দ্রীয় সরকারের দাবি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং কিষান বিকাশ পত্রের সুদের হার ব্যাঙ্কের স্থায়ী আমানতের চেয়ে বেশি। বর্তমানে টালমাটাল বাজারে ফিক্সড স্কিমকে নিরাপদ বলে মনে করা হয়। কারণ রিটার্ন বাজারের উপর নির্ভর করে না। চলতি আর্থিক বছরে ক্রমাগত রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। সে কারণে ব্যাঙ্কের সুদের হার বেড়েছে। পোস্ট অফিস না ফিক্সড ডিপোজিট কোথায় টাকা খাটালে বেশি রিটার্ন মেলে?   

৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী আমানতের উপর গড়ে ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্কগুলি। কিষান বিকাশ পত্র পোস্ট অফিসের জনপ্রিয় ছোট সঞ্চয় প্রকল্প। সরকার প্রতি ৩ মাসে কিষান বিকাশ পত্রের সুদের হার পরিবর্তন করে। জানুয়ারি-মার্চ ২০২৩-এর জন্য কেন্দ্রীয় সরকার এই স্কিমে দিচ্ছে ৭.২ শতাংশ সুদ। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং এফডি-তে সুদ বাড়ার পরে সরকার কিষান বিকাশ পত্রের সুদের হারও বেড়েছে। কিষান বিকাশ পত্রে ৭.২ শতাংশ সুদের হারে টাকা রাখলে ১০ বছরে হবে দ্বিগুণ। স্কিমের লক-ইন পিরিয়ড ২ বছর থেকে ৬ বছর। ১০০০ টাকা থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই।

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার

আরও পড়ুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক- সমস্ত বড় ব্যাঙ্কগুলি তাদের এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে ৭.৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত বার্ষিক রিটার্ন দিচ্ছে। ৯.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলছে Small Finance Banks (SFBs) ফিক্সড ডিপোজিটে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। কোনও বিনিয়োগকারী ১ লক্ষ টাকা আমানতে রাখলে ১০ বছরে পাবেন ২.১০ লক্ষ টাকা। ৪০০ দিনের জন্য অমৃত কলশ ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই (SBI)। বয়স্ক নাগরিকরা এই প্রকল্পে পাচ্ছেন ৭.৬০ শতাংশ সুদ। এই বিশেষ স্কিমে ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগের সুযোগ।

Advertisement

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব (PNB) সিনিয়র সিটিজেন গ্রাহকদের ১০ বছরের FD-তে ৭.৩ শতাংশ সুদ দিচ্ছে। বিনিয়োগকারীরা ১০ বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে পাবেন ২.১৪ লক্ষ টাকা।

HDFC ব্যাঙ্ক 

এইচডিএফসি ব্যাঙ্কের  প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ স্কিম সিনিয়র সিটিজেন কেয়ার এফডি চালু করেছে। এই স্কিমে ১০ বছরের জন্য বিনিয়োগের উপর ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। বিনিয়োগের শেষ তারিখ ৩১ মার্চ। কোনও প্রবীণ নাগরিক ৭.৭৫ শতাংশ সুদে ১ লাখ টাকা ১০ বছর রাখলে পাবেন ২.১৫ লাখ টাকা।

ICICI ব্যাঙ্ক

 ফিক্সড ডিপোজিট আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য গোল্ডেন ইয়ার এফডি স্কিম শুরু করেছে। ১০ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা পাবেন ৭.৫০ শতাংশ সুদ। বয়স্ক নাগরিকরা ৭.৫ শতাংশ হারে ১ লক্ষ টাকার বিনিয়োগ করলে ১০ বছর পর পাবেন ২.১ লক্ষ টাকা।

Read more!
Advertisement
Advertisement