TDS Message: অনেতেই টিডিএস নিয়ে একটি মেসেজ পাচ্ছেন। আয়কর বিভাগ থেকে টাকা কাটার সেই মেসেজ অনেকেই পেয়েছেন। TDS-এ অনেকের মোট ট্যাক্স কাটারও মেসেজ এসেছে।
'৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে PAN xxx-এ নিয়োগকারীদের মাধ্যমে প্রদত্ত মোট TDS হল Rs xxx এবং FY 23-24-এর জন্য ক্রমবর্ধিত TDS হল Rs xxx। বিস্তারিত জানার জন্য 26AS দেখুন। আইটিডি টিম,' এই মর্মে SMS পেয়েছেন অনেকে।মূলত বেতনভোগী করদাতাদেরই এই মেসেজ পাঠানো হয়েছে।
এই মেসেজ দেখে অনেক করদাতাই বেশ বিভ্রান্ত হয়েছেন। কেউ কেউ আবার ভাবছেন তাঁদের আরও বেশি কর দেওয়া বাকি আছে কিনা।
তবে প্রথমেই জেনে রাখা ভাল, এই নিয়ে বেশি চিন্তার কিছু নেই। কারণ এই মেসেজের কারণে আর যা-ই হোক, অন্য কোনও অতিরিক্ত কর ক্লেম করা হচ্ছে না।
এটি শেষ ত্রৈমাসিক (Q4) এবং এর আগের অর্থ বছরে জমা পড়া মোট TDS-এর হিসাব। আয়কর দফতর থেকে তার একটা ডিক্লিয়ারেশন-নোটিফিকেশন হিসাবে এটি ধরতে পারেন।
এক্ষেত্রে উল্লেখ্য, এই SMS অ্যালার্টের পরিষেবা নতুন কিছু নয়। ২০১৬ সালের শেষের দিকেই এই পরিষেবা চালু করা হয়েছিল৷ শুধুমাত্র করদাতাদের মোট TDS সম্পর্কে জানাতেই এই পরিষেবা শুরু করা হয়৷
ট্যাক্স ডিপার্টমেন্টের এই মেসেজ পরে বেতনভোগী কর্মচারীদের তাঁদের অফিসের পে স্লিপের সঙ্গে বিশদ ডিটেইলস মেলাতেও সাহায্য করবে। বকেয়া ট্যাক্স বা অতিরিক্ত টাকা হচ্ছে কিনা, তা আগে থেকেই বুঝতে পারবেন করদাতারা।
ইতিমধ্যেই, আয়কর বিভাগ তার ওয়েবসাইটে 2023-24 (FY24) আর্থিক বছরের ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য ITR-1, ITR-2 এবং ITR-4 অনলাইন আপলোড করেছে।
আয়কর বিভাগের অনলাইন পোর্টাল থেকে এই ফর্ম পেয়ে যাবেন। এক্ষেত্রে লক্ষ্যণীয়, FY24-এর জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ দিন ৩১ জুলাই, ২০২৪।