Advertisement

Union Budget 2021: বঙ্গ নির্বাচনের আগে রাস্তার রাজনীতি, রাজ্যের জন্য ৬৭৫ কিমি সড়ক, ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাজেটে

বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেটে রাজ্য়ের জন্য় বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের সড়ক উন্নয়নের জন্য় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বঙ্গে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। পাশাপাশি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা মেরামতির উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

নির্মলা সীতারামন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2021,
  • अपडेटेड 1:11 PM IST
  • বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেটে রাজ্য়ের জন্য় বড় ঘোষণা।
  • পশ্চিমবঙ্গের সড়ক উন্নয়নের জন্য় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
  • পাশাপাশি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা মেরামতির উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।


বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেটে রাজ্য়ের জন্য় বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের সড়ক উন্নয়নের জন্য় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বঙ্গে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। পাশাপাশি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা মেরামতির উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। 

রাজ্য় রাজনীতির সাম্প্রতিক চিত্র বলছে। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। প্রাপ্ত জিএসটি বাবদ রাজ্য়ে টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না বলে ইতিমধ্য়েই সুর চড়িয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আসন্ন নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে এই নিয়ে যে তৃণমূল সরব হবে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য়ের ়জন্য় বিশেষ আর্থিক প্যাকেজের পুরোনা দাবি ফের তুলতে পারেন মমতা। বিষয়টা আগেভাগেই উপলব্ধি করেছে মোদী-অমিত শাহ ব্রিগেড। তাই কেন্দ্রের বাজেটে নজর দেওয়া হয়েছে রাজ্য়ের দিকে। 

দেশের সড়র যোজনায় রাজ্য়ে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা বলেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা মেরামতির কথাও বলেছেন তিনি। কেন্দ্রের বাজেটে রাজ্য়ের সড়কের জন্য় বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এখানেই শেষ নয় রেলের ক্ষেত্রেও বঙ্গের জন্য় রয়েছে বরাদ্দ। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডোর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের বাজেটে। সব মিলিয়ে সড়ক থেকে রেল সবেতেই পশ্চিমবঙ্গকে নিরাস করেনি মোদী সরকার।

কিন্তু কেন সব ছেড়ে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গ নির্বাচনের লোকসভার ফল বলছে। উত্তরবঙ্গে ভালো ফলকরেছে বিজেপি। সেখানে দাঁড়িয়ে গেরুয়া ব্রিগেডের ভোট হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। তাই বিধানসভায় সেই ফল বজায় রাখতে চাইছে তারা। যার ফলস্বরুপ বাজেটে উত্তরবঙ্গের করিডোর শিলিগুড়িকে টার্গেট করা হয়েছে। 

লোকসভার পরিসংখ্য়ান বলছে, শিলিগুড়িতে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্ত ১,০৫,১৪৮টি ভোট পেয়েছে। সেখানে তৃণমূলের প্রার্থী অমর সিং রাই পেয়েছেন ৩৬ হাজার ৬৬২টি ভোট।  এই বিশাল ব্য়বধানের দরুণ উত্তরবঙ্গবাসীকে কোনও ভাবেই চটাতে চাইছে না গেরুয়া ব্রিগেড। ইতিমধ্য়েই উত্তরবঙ্গের লোকসভা ভোটের পরিসংখ্যান তুলে ধরে উষ্মা প্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী। কেন এই এলাকা থেকে ভোট আসছে না প্রকাশ্য় সভায় উষ্মা প্রকাশ করেছেন তিনি। দলের কোনও ভুল ভ্রান্তি হয়ে থাকলে তা তিনি দেখে নেবেনও বলেছেন। 

Advertisement

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের হাতে অস্ত্র তুলে দিতে নারাজ মোদী-অমিত শাহ ব্রিগেড। সেই কারণেই ভোটমুখী রাজ্য়ের বাজেটে কিছু বিষয় বরাদ্দ করা হয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের নির্বাচনমুখী রাজ্য়গুলির দিকে বাজেটে বিশেষ নজর দিয়েছে কোন্দ্রীয় সরকার।  

 

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement