Advertisement

Vyapar Credit: কৃষকদের সুবিধা এবার মুদি দোকানিদের, নয়া ভাবনা কেন্দ্রের

কৃষকদের মতো সুবিধা এবার ব্যবসায়ীদের! সংসদের স্থায়ী কমিটি অর্থ মন্ত্রক এবং বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্রেডিট কার্ড নিয়ে কথাবার্তা শুরু করেছে৷ এই কার্ডে ঋণের সীমা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ স্বল্প সুদে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট ব্যবসায়ীরা।

ব্যবসায়িক ক্রেডিট কার্ড।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2022,
  • अपडेटेड 12:16 PM IST
  • সংসদের স্থায়ী কমিটি অর্থ মন্ত্রক এবং বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্রেডিট কার্ড নিয়ে কথাবার্তা শুরু করেছে৷
  • এই কার্ডে ঋণের সীমা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

ব্যবসা শুরু করার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া আরও সহজ হতে চলেছে। কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো ব্যবসায়িক ক্রেডিট কার্ড আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ব্যবসায়িক ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনও গ্যারান্টি ছাড়াই কম সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা। শীঘ্রই গোটা দেশে এটি চালু হতে পারে বলে খবর। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SIDB) নোডাল এজেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে।

সংসদের স্থায়ী কমিটি অর্থ মন্ত্রক এবং বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে ব্যবসায়িক ক্রেডিট কার্ড নিয়ে কথাবার্তা শুরু করেছে৷ এই কার্ডে ঋণের সীমা ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ স্বল্প সুদে ১ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট ব্যবসায়ীরা।

ক্ষুদ্র, ছোট এবং মধ্যম শিল্প(MSME) মন্ত্রকের ব্যবসায়িক ক্রেডিট কার্ড দেওয়ার সুপারিশ করেছে কমিটি। তার বাইরে এখনও লক্ষ লক্ষ শিল্প সংস্থা রয়েছে যেগুলি নিবন্ধিত নেই। তাই ব্যবসায়িক কার্ড পেতে হলে মন্ত্রকের পোর্টালে নাম তুলতে হবে সংশ্লিষ্ট শিল্প সংস্থাকে। 

করোনা অতিমারির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এজন্য ব্যবসায়িক ক্রেডিট কার্ড চালু করে এই ধরনের শিল্পকে সাহায্যের চেষ্টা করছে সরকার। তার সুপারিশ করেছে সংসদের স্থায়ী কমিটি। ব্যবসায়িক ক্রেডিট কার্ড পাবেন মুদি দোকান চালানো ছোট ব্যবসায়ীরাও। সূত্রের খবর, সংসদের স্থায়ী কমিটির সুপারিশ মেনে নিয়েছে সরকার। শীঘ্রই এই প্রকল্প সবুজ সংকেত পেতে পারে। 

দেশে মোট ৬.৩০ কোটি ক্ষুদ্র শিল্প ও ৩.৩১ লক্ষ ছোট শিল্প রয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী,কোন ব্যবসায়ী বা উদ্যোক্তাকে কতটা ঋণ দেওয়া হবে, তা ঠিক করবে ব্য়াঙ্কই। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে লয়ালটি পয়েন্ট, পুরষ্কার, ক্যাশব্যাক এবং অন্যান্য সুবিধাও ব্যবসায়ীরা পাবেন। MSME-এর জন্য উপলব্ধ সমস্ত ঋণপ্রকল্পের সুবিধা পাওয়া যাবে ব্যবসায়িক ক্রেডিট কার্ডে।

Advertisement

আরও পড়ুন- দুই ব্যাঙ্কের উপর RBI-র বিধিনিষেধ, ইচ্ছামতো টাকা তুলতে পারবেন না

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement