Advertisement

DA For Bengal Govt Employees: সরকারি কর্মীদের সুখবর! ৩% DA ঘোষণা রাজ্য বাজেটে

DA For Bengal Govt Employees: শিওরে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বুধবার বাজেট (West Bengal Budget 2023) পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। রাজ্য সরকারি কর্মীদের আশা অনুযায়ী, এই বাজেটেই বকেয়া ডিএ ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্য সরকারি কর্মীদের আশা অনুযায়ী, এই বাজেটেই বকেয়া ডিএ ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2023,
  • अपडेटेड 3:18 PM IST
  • শিওরে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বুধবার বাজেট (West Bengal Budget 2023) পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার।
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) আগামী মার্চ থেকে কার্যকর হবে।

DA For Bengal Govt Employees: শিওরে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বুধবার বাজেট (West Bengal Budget 2023) পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। বিভিন্ন রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই রাজ্য বাজেটে একাধিক সরকারি প্রকল্পে বরাদ্দের অঙ্ক বাড়াতে পারে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের আশা অনুযায়ী, এই বাজেটেই বকেয়া ডিএ ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) আগামী মার্চ থেকে কার্যকর হবে, বাংলার বাজেটে ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে এই ঘোষণার পর ষষ্ঠ বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীরা মোট ৬ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) পাবেন। অর্থাৎ, কেন্দ্র সরকারি কর্মচারিদের তুলনায় রাজ্যের সরকারি কর্মীরা এখনও ৩২ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) কম পাবেন।

আরও পড়ুন: ৩ শতাংশ ডিএ ঘোষণা রাজ্যের, শিক্ষকরা পাবেন?

রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ মহার্ঘ্য ভাতা (DA) প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আশাবাদী হলেও ডিএ নিয়ে মামলাকারী সংগঠনগুলি শুরু থেকেই এ বিষয়ে তেমন কিছু আশা করেননি। তাই এই ঘোষণার পরে ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ও সরকারি কর্মচারি পরিষদ তাদের অবস্থান বদলের তেমন কোনও বদল আনবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের। 

কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ সুপ্রিম কোর্টেই এর নিষ্পত্তি চাইছে। মামলাটির শুনানি রয়েছে ১৫ মার্চ। সেদিনই সরকারি কর্মীদের ভাগ্য নির্ধারিত হতে পারে বলে আশা করছেন মামলাকারীরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement