একাধিক শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। এই নিয়োগের ক্ষেত্রে ৩০ নভেম্বেরের মধ্যে আবেদন জানাতে হবে। চলুন এই নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক...
মোট ৬৩টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। যোগ্য প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) অফিসিয়াল ওয়েবসাইট aai.aero থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদন করতে পারবেন, জেনে নিন সবিস্তারে...
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েস্টার্ন রিজিয়নের জন্য এই নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগে ডিপ্লোমা, স্নাতক এবং বি ই অথবা বি টেক পাশ প্রার্থীদের নেওয়া হবে।
মোট ৬৩টি শূন্যপদের মধ্যে স্নাতক শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসের জন্য মোট আসন সংখ্যা ২৫টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রিধারী থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নিযুক্তরা মাসে ১৫,০০০ টাকা পাবেন।
মোট ৬৩টি শূন্যপদের মধ্যে ডিপ্লোমা শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসের জন্য মোট আসন সংখ্যা ৩৮টি। সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে নিযুক্তরা মাসে ১২,০০০ টাকা পাবেন।
উল্লেখিত সবকটি ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করা হবে ডিগ্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই নিয়োগের ক্ষেত্রে দরখাস্তের জন্য কোনও ফি দিতে হবে না।
এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট aai.aero-এ নজর রাখুন। আবেদন করতে হবে অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের “CAREERS” লিঙ্কের মাধ্যমে।
আবেদন করতে হবে ৩০ নভেম্বের, ২০২১-এর মধ্যে। আবেদন করার জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা জরুরি। এ ছাড়া অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে এবং ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে অপলোড করতে হবে।