Advertisement

শিক্ষা-দীক্ষা

North Central Railway Recruitment: মাধ্যমিক পাশেই কর্মী নিচ্ছে রেল! শূন্যপদ দেড় হাজারেরও বেশি

Aajtak Bangla
  • 09 Nov 2021,
  • Updated 6:02 PM IST
  • 1/10

আপনি কি দশম শ্রেণি পাশ? বয়স ২৪ বছরের মধ্যে? তাহলে রেলে চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেডে মোট ১,৬৬৪ জন অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে উত্তর-মধ্য রেল।

  • 2/10

ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম দশম শ্রেণি পাশ হলেই আবেদন করা যেতে পারে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

  • 3/10

কারপেন্টার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, পেন্টার, মেক্যানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, প্রোগ্রামিং ও সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, রেফিজ্রারেটর ও এসি মেকানিক, ওয়ারম্যান, পাইপ ফিটার, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও প্লাম্বার ট্রেডের ১৬৬৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

  • 4/10

প্রয়াগরাজ, ঝাঁসি ও আগ্রা ডিভিশন মিলিয়ে মোট ১৬৬৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে প্রয়াগরাজ ডিভিশনে মোট আসন সংখ্যা ৭০৩টি, ঝাঁসি ডিভিশনে মোট আসন সংখ্যা ৬৬৫টি এবং আগ্রা ডিভিশনে মোট আসন সংখ্যা ২৯৬টি।

  • 5/10

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত ট্রেডগুলিতে আদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি আবেদনকারীর কাছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। যাঁদের কাছে এই সার্টিফিকেট নেই, তাঁরা উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

  • 6/10

আবেদনকারীর বয়সসীমা: ১ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। 

  • 7/10

স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস করার সময় স্টাইপেন্ড (উপবৃত্তি) বাবদ প্রতি মাসে মিলবে ৪,০০০ টাকা থেকে ৮০০০ টাকা। পরবর্তিতে নিযুক্ত কর্মীরা মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

  • 8/10

প্রয়াগরাজ, ঝাঁসি এবং আগ্রা বিভাগের জন্য নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) গিয়ে আবেদন করতে হবে।

  • 9/10

আবেদনের জন্য প্রার্থীদের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি-উপজাতি ও ওসিবিদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

  • 10/10

আবেদনের পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। এটি নিয়োগের পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই রেখে দিতে হবে। এই নিয়োগের সম্পর্কে আরও জানতে রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) নজর রাখুন।

Advertisement
Advertisement