Advertisement

শিক্ষা-দীক্ষা

Asiatic Society Recruitment: সপ্তম শ্রেণি পাশেই কর্মী নিয়োগ করছে কলকাতার এশিয়াটিক সোসাইটি! বেতন লোভনীয়

Aajtak Bangla
  • 29 Oct 2021,
  • Updated 1:17 PM IST
  • 1/8

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে শতাব্দি প্রাচীন প্রতিষ্ঠান কলকাতার এশিয়াটিক সোসাইটি (The Asiatic Society, Kolkata)। ইতিমধ্যেই সংস্থার বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

  • 2/8

এশিয়াটিক সোসাইটির জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, সব মিলিয়ে মোট ১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে সংস্থা। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/8

এশিয়াটিক সোসাইটির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাইন্ডার, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাটেন্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। এ বার দেখে নেওয়া যাক কোন পদে কতজন কর্মী নিয়োগ করা হবে।

  • 4/8

বাইন্ডার / মেন্ডার: মোট শূন্য পদের সংখ্যা ১টি। সপ্তম শ্রেণি পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনও সরকারি প্রেস বা বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর সংশ্লিষ্ট কাজের (বাঁধাইয়ের) অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

  • 5/8

জুনিয়র অ্যাটেন্ড্যান্ট: মোট শূন্য পদের সংখ্যা ৫টি। অষ্টম শ্রেণি পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

  • 6/8

লোয়ার ডিভিশন ক্লার্ক: মোট শূন্য পদের সংখ্যা ৯টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি টাইপিংও জানতে হবে আবেদনকারীকে। আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হওয়া চাই।

  • 7/8

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: মোট শূন্য পদের সংখ্যা ২টি। স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্সে স্নাতক হলে এই পদের জন্য আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

  • 8/8

উপযুক্ত যোগ্যতা থাকলে আবেদনকারীদের তাঁদের জাতি, বয়সের প্রামাণ্য নথি-সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে ‘The Asiatic Society, 1 Park Street, Kolkata-700016’ এই ঠিকানায় জমা করতে হবে। এই নিয়োগের বিষয়ে বিশদে জানতে আবেদনকারীদের নজর রাখতে হবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (https://asiaticsocietykolkata.org)।

Advertisement
Advertisement