স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ পদে মোট ৩,৮৬৫ জনকে নিচ্ছে এমপ্লয়ীজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ESIC)। এই নিয়োগ হবে সরাসরি।
শূন্যপদ: মোট ৩,৮৬৫টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম থেকে ৩২০ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও বিহারে ৯৬টি, ঝাড়খণ্ডে ৩২টি, অসমে ১৮টি, ওড়িশায় ৭৪টি শূন্যপদ রয়েছে। বাকি ৩২৬৬টি শূন্যপদে দেশের অন্যান্য ১৮টি রাজ্য থেকে নিয়োগ করা হবে।
আপার ডিভিশন ক্লার্ক: এই পদের যে ক্ষেত্রে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখার স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা এমএস অফিস ও ডেটাবেস সহ কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে আবেদন করতে পারেন।
স্টেনোগ্রাফার: এই পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা দ্বাদশ শ্রেণী পাশ প্রার্থীরা মিনিটে ৮০টি শব্দের গতিতে নেওয়া ডিক্টেশন শুধুমাত্র কম্পিউটারে ইংরেজিতে ৫০ মিনিটে এবং হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রিপশনের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন।
মাল্টিটাস্কিং স্টাফ: এই পদের পদের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
বয়স: ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের হিসেবে আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদের বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও পাবেন।
প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট অথবা লিখিত পরীক্ষা, কম্পিউটার অথবা স্কিল টেস্ট, নথিপত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার কল লেটার https://www.esic.nic.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে https://www.esic.nic.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন আবেদন করতে যাবতীয় প্রমানপত্রের স্ক্যান দরকার হবে।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনের ফি বাবদ অনলাইনে ৫০০ টাকা দিতে হবে (তাফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা)। এই নিয়োগ সংক্রান্ত আরো পাবেন https://www.esic.nic.in এই ওয়েবসাইট থেকে।