Railway Recruitmnet 2021: রেলে চাকরির ভাল সুযোগ। যাঁরা রেলে কাজ করতে তান, তাঁরা আবেদন করতে পারেন। বলা যেতে পারে তাঁদের জন্য় দারুণ এক সুযোগ চলে এসেছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) বিভিন্ন জোনে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নেবে।
আরও পড়ুন: জাতীয় পতাকায় পরিবর্তন চেয়েছিলেন সত্যজিৎ, কারণ জানেন?
রেলের বিভিন্ন জোনে তাঁদের নেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকছে। রইল বিস্তারিত।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করলেই হবে। এর পাশাপাশি তাঁদের থাকতে হবে আইটিআই পাশ সার্টিফিকেট।
অনলাইনে আবেদন করতে পারবেন তাঁরা। এ জন্য তাদের খরচ করতে হবে ১০০ টাকা। কোনও পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!
কত বয়স থাকতে হবে প্রার্থীদের, জেনে নেওয়া যাক। আবেদনকারীর বয়স ১৫-২৪ বছর হতে হবে। তবে ভাল কথা হল তাঁদের কোনও পরীক্ষা দিতে হবে না।
মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। দশম শ্রেণি এবং আইটিআই-এ পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে চাকরি পাওয়া যেতে পারে। ওই দুই পরীক্ষার নম্বর থেকে তৈরি হবে মেধাতালিকা বা মেরিট লিস্ট।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ২০২১ অর্থবর্ষে বিভিন্ন ক্ষেত্রে ৪,৩২ জনকে নিয়োগ করা হবে।
ইস্টার্ন রেলেও নিয়োগ করা হবে। সেখানে ৩ হাজার ৩৬৬ জন এবং উত্তর রেলে ৩ হাজার ৯৩টি পদে নিয়োগ করা হবে।
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ দিন আলাদা আলাদা।
এর মধ্যে ৪৩২টি পদের জন্য আবেদনের শেষ দিন ১০ অক্টোবর, ৩,০৯৩টি পদের জন্য আবেদনের শেষ দিন ২০ অক্টোবর। আর ৩,৩৬৬ পদের জন্য শেষ দিন রাখা হয়েছে ৩ নভেম্বর। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম লেখাতে পারেন।