Advertisement

শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2021: ক্লাস টেন পাশেই রেলে ৬,৮৯১ পদে চাকরি, পরীক্ষা দিতে হবে না

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 07 Oct 2021,
  • Updated 4:57 PM IST
  • 1/11

Railway Recruitmnet 2021: রেলে চাকরির ভাল সুযোগ। যাঁরা রেলে কাজ করতে তান, তাঁরা আবেদন করতে পারেন। বলা যেতে পারে তাঁদের জন্য় দারুণ এক সুযোগ চলে এসেছে।

  • 2/11

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) বিভিন্ন জোনে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নেবে।
আরও পড়ুন: জাতীয় পতাকায় পরিবর্তন চেয়েছিলেন সত্যজিৎ, কারণ জানেন?

  • 3/11

রেলের বিভিন্ন জোনে তাঁদের নেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকছে। রইল বিস্তারিত।

  • 4/11

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করলেই হবে। এর পাশাপাশি তাঁদের থাকতে হবে আইটিআই পাশ সার্টিফিকেট।

  • 5/11

অনলাইনে আবেদন করতে পারবেন তাঁরা। এ জন্য তাদের খরচ করতে হবে ১০০ টাকা। কোনও পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!

  • 6/11

কত বয়স থাকতে হবে প্রার্থীদের, জেনে নেওয়া যাক। আবেদনকারীর বয়স ১৫-২৪ বছর হতে হবে। তবে ভাল কথা হল তাঁদের কোনও পরীক্ষা দিতে হবে না। 

  • 7/11

মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। দশম শ্রেণি এবং আইটিআই-এ পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে চাকরি পাওয়া যেতে পারে। ওই দুই পরীক্ষার নম্বর থেকে তৈরি হবে মেধাতালিকা বা মেরিট লিস্ট।

  • 8/11

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ২০২১ অর্থবর্ষে  বিভিন্ন ক্ষেত্রে ৪,৩২ জনকে নিয়োগ করা হবে।

  • 9/11

ইস্টার্ন রেলেও নিয়োগ করা হবে। সেখানে ৩ হাজার ৩৬৬ জন এবং উত্তর রেলে ৩ হাজার ৯৩টি পদে নিয়োগ করা হবে। 

  • 10/11

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ দিন আলাদা আলাদা।

  • 11/11

এর মধ্যে ৪৩২টি পদের জন্য আবেদনের শেষ দিন ১০ অক্টোবর, ৩,০৯৩টি পদের জন্য আবেদনের শেষ দিন ২০ অক্টোবর। আর ৩,৩৬৬ পদের জন্য শেষ দিন রাখা হয়েছে ৩ নভেম্বর। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম লেখাতে পারেন।

Advertisement
Advertisement