Advertisement

শিক্ষা-দীক্ষা

থাকবে ৫০% উপস্থিতি, করোনা আবহেই আগামী মাসে খুলে যাচ্ছে স্কুল

Aajtak Bangla
  • 11 Oct 2020,
  • Updated 3:44 PM IST
  • 1/6

গত  মার্চ মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনের পথে হাঁটে কেন্দ্র। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। দেশে আনলক পর্ব চালু হওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চলছে। এই আবহে ইতিমধ্যে আংশিক খুলে দিয়েছে বেশিকছু রাজ্যের স্কুল। এবার সেই পথে হাঁটছে উত্তরপ্রদেশ সরকারও। আগামী ১৯ অক্টোবর থেকে খুলে যাচ্ছে যোগী রাজ্যের স্কুলগুলি।
 

  • 2/6

কেন্দ্র জানিয়েছিল, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর (এসওপি) মেনে আংশিক ভাবে স্কুল চালু করা যাবে। তবে নবম শ্রেণি স্তরের নীচের পড়ুয়াদের জন্য স্কুল বন্ধই থাকবে। সেই নিয়ম মেনেই দীর্ঘ ৬ মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য এবার স্কুলের দরজা খুলে দিল উত্তরপ্রদেশ সরকার।

  • 3/6


 ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিলেও স্কুল খুলতে একাধিত শর্ত রেখেছে যোগী সরকার। যারমধ্যে অন্যতম হল বাবা-মায়ের অনুমতি। সেই অনুমতি না মিললে স্কুলে ঢুকতে দেওয়া হবে না পড়ুয়াদের। 

  • 4/6

স্কুলে আসার আগে প্রতিটি পড়ুয়াকে কোভিড টেস্ট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলেই মিলবে স্কুলে আসার অনুমতি। এছাড়া প্রতিদিন স্কুলে প্রবেশের সময় থার্মাল গানে তাপমাত্রা বিচার বাধ্যতামূলক করা হয়েছে। 

  • 5/6

আপাতত ৫০ শতাংশ উপস্থিতির কথা বলা হয়েছে  ক্লাসে৷  সেকারণে দু’ভাগে হবে ক্লাস৷ দুটি শিফটে ভাগাভাগি করে ক্লাস করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷ দুটি শিফটে ৫০ শতাংশ করে উপস্থিতি থাকতে হবে। ফলে  সামাজিক দূরত্ব বজায়  রাখাও সম্ভব হবে৷

  • 6/6

প্রথম শিফটে নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে। দ্বিতীয় শিফটে ক্লাস চলবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের।
 

Advertisement
Advertisement